ঢাকা: আম্পায়ারের আউটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় ফাফ ডু প্লেসিসের জরিমানা করা করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডে ম্যাচে তিনি এমন কান্ড ঘটিয়েছেন।
আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় ডু প্লেসিসকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড।
তিনশ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা প্রোটিয়াদের ইনিংসের ১৫তম ওভারে সাজঘরে ফেরেন ডু প্লেসিস (১৭)। স্পিনার আক্সার প্যাটেলের বলটি তার ব্যাট ছুঁয়ে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসবন্দি হয়। আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। কিন্তু তা যেন মানতেই পারেননি প্লেসিস। রীতিমত ডান হাত তুলে তিনি অসন্তোষ প্রকাশ করেন।
এতেই আইসিসির নিয়ম লঙ্ঘন করেন প্লেসিস। ম্যাচ শেষে মাঠের দুই আম্পায়ার সহ থার্ড আম্পায়ারের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি তাকে শাস্তির আওতায় আনেন। এ ধরণের অপরাধের জন্য সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ ম্যাচ ফি জরিমানা করার বিধান রয়েছে।
মুম্বাইতে আগামী রোববার (২৫ অক্টোবর) দু’দলের মধ্যকার সিরিজ নির্ধারণী ‘অঘোষিত ফাইনাল’ ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আরএম