ঢাকা: পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের পর মঙ্গলবার (২৭ অক্টোবর) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, আইসিসি সর্বশেষ র্যাংকিং প্রকাশ করেছে। র্যাংকিংয়ে সাদা পোশাকের দল হিসেবে এক নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
টেস্ট ফরমেটের অলরাউন্ডার তালিকায় শীর্ষে রয়েছেন বাংলাদেশের বড় ক্রিকেট বিজ্ঞাপন সাকিব আল হাসান।
১২৫ রেটিং পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা টেস্ট দল হিসেবে শীর্ষে। দুই নম্বরে রয়েছে ১০৬ রেটিং পাওয়া অস্ট্রেলিয়া। ১০২ রেটিং নিয়ে তিনে জায়গা করে নিয়েছে সদ্যই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টে হেরে বসা ইংল্যান্ড। দুই ম্যাচ শেষে ১-০তে এগিয়ে থাকা পাকিস্তান ইংলিশদের পরের অবস্থানে থাকতে অর্জন করেছে ১০১ রেটিং পয়েন্ট। পরের জায়গাগুলোতে রয়েছে ভারত (১০০), নিউজিল্যান্ড (৯৯), শ্রীলঙ্কা (৯৩), ওয়েস্ট ইন্ডিজ (৭৬)।
তালিকায় নয় নম্বরে রয়েছে মুশফিকুর রহিমের বাংলাদেশ। টাইগারদের অর্জিত রেটিং ৪৭। দশ নম্বরে রয়েছে ০৫ রেটিং পাওয়া জিম্বাবুয়ে।
একধাপ এগিয়ে টেস্টের সেরা ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন জো রুট। ৯১৩ রেটিং পয়েন্ট পাওয়া রুটকে জায়গা ছেড়ে দিতে একধাপ নিচে নেমে দুইয়ে রয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ (৯১০), তিন নম্বরে রয়েছেন ৮৯০ রেটিং পাওয়া দ. আফ্রিকার এবিডি ভিলিয়ার্স। শীর্ষ দশের পরের জায়গাগুলোতে পর্যায়ক্রমে রয়েছেন হাশিম আমলা, ইউনিস খান, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কেন উইলিয়ামসন, অ্যালিস্টার কুক, ডেভিড ওয়ার্নার এবং ক্রিস রজার্স।
বোলার ক্যাটাগরি থেকে শীর্ষে রয়েছেন ৯০৫ রেটিং পাওয়া প্রোটিয়া পেসার ডেল স্টেইন। দুইয়ে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের বোলিং চমক ইয়াসির শাহ। তিনে রয়েছেন ইংলিশ বোলার জেমস অ্যান্ডারসন। শীর্ষ দশের পরের জায়গাগুলোতে পর্যায় ক্রমে রয়েছেন স্টুয়ার্ট ব্রড, ট্রেন্ট বোল্ট, মিচেল জনসন, ভারনন ফিল্যান্ডার, রবিচন্দ্রন অশ্বিন, রঙ্গনা হেরাথ এবং টিম সাউদি।
বিশ্বসেরা অলরাউন্ডার ক্যাটাগরিতে টেস্টের ফরমেটে এক নম্বর জায়গা ধরে রেখেছেন সাকিব আল হাসান। সর্বোচ্চ ৩৮৪ পয়েন্ট নিয়ে টাইগার অলরাউন্ডার শীর্ষে। তার পরের জায়গায় রয়েছেন ভারতের স্পিনার ৩৪৭ রেটিং পয়েন্ট পাওয়া অশ্বিন। তিনে রয়েছেন প্রোটিয়া ভারনন ফিল্যান্ডার, চারে ইংলিশ তারকা স্টুয়ার্ট ব্রড আর পাঁচে রয়েছেন মিচেল জনসন।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ২৭ অক্টোবর ২০১৫
এমআর