ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন নিউজিল্যান্ডের স্পিনার নাথান ম্যাককালাম। পরিবারকে আরো বেশি সময় দিতে চলতি কিউই ক্রিকেট মৌসুম শেষেই বিদায় জানাবেন ৩৫ বছর বয়সী এ তারকা।
নিউজিল্যান্ড জাতীয় দলের কোচ মাইক হেসন ও ম্যানেজার মাইক স্যান্ডেলের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন ম্যাককালাম। তবে অবসরের পর দলের স্পিনারদের পরামর্শক হিসেবে থাকতে চান তিনি। বর্তমান কিউই স্কোয়াডে তরুণ স্পিনারদের মধ্যে রয়েছেন ইশ সোধি ও মিচেল স্ট্যনার আর এদের ভবিষ্যতে দিক নির্দেশনা দিতে চান ম্যাককালাম।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে নিউজিল্যান্ডের হয়ে অভিষেক হয় ম্যাককালামের। দু’বছর পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয়। ওয়ানডেতে ৫.০১ ইকোনোমিতে ৮৪ ম্যাচে ৬৩ ও ৬.৯ ইকোনোমিতে ৬১টি টি-২০তে ৫৫টি উইকেট লাভ করেন এ ডানহাতি স্পিনার।
ম্যাককালাম বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কিউইদের দারুণ সাহায্য করেছেন। ওয়ানডেতে তার চারটি অর্ধশতক রয়েছে। বর্তমান নিউজিল্যান্ড দলের অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম তার ছোট ভাই।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ৩১ অক্টোবর, ২০১৫
এমএমএস