মিরপুর থেকে: একদিনের ক্রিকেট থেকেই ছিটকে পড়েছিলেন ইমরুল কায়েস। টেস্ট ক্রিকেটার হিসেবেই ভাবা হচ্ছিলো তাকে।
ব্যাটে রান পাওয়ার সুবাদে টি-টোয়েন্টি দলেও জায়গা হয় ইমরুলের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে একাদশে সুযোগ হলো তার। লিটন দাসের ফর্মহীনতায় একাদশে ইমরুলকে নিতে দ্বিতীয়বার ভাবতে হয়নি টিম ম্যানেজমেন্টকে।
চার বছর পর আবার টি-টোয়েন্টিতে নামছেন তিনি। ২০১১ সালের নভেম্বরে মিরপুরেই পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ইমরুল কায়েস। ধুম-ধাড়াক্কার টি-টোয়েন্টি ক্রিকেটে এ অবধি বাংলাদেশের হয়ে চারটি ম্যাচ খেলেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আল আমিন হোসেন, আরফাত সানি ও মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এসকে/আরএম