ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএলে দর্শকদের অপেক্ষার পালা শেষ। আর মাত্র কয়েক ঘণ্টা পর (২০ নভেম্বর) জমকালে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে পর্দা উঠছে বিপিএলের তৃতীয় আসরের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান, বিপিএলের গভর্নিং বোর্ডের সদস্য শেখ সোহেল।
বিপিএলের উদ্বোধন নিয়ে এই আয়োজক জানান, ‘শুক্রবার বিকেল তিনটায় স্টেডিয়ামের গেট খুলে দেয়া হবে। এরপর, বিকেল সাড়ে চারটায় নৃত্য শিল্পি মৌ’র নৃত্য পরিবেশনা দিয়ে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। পরে স্টেজ মাতাবেন চিরকুট ব্যান্ড। চিরকুটের পর বিকেল ৫টা থেকে দর্শকদের গানের মুর্ছনায় মাতিয়ে রাখবে আরেক ব্যান্ড দল এলআরবি। এলআরবির পর সন্ধ্যা ৬টায় গান গাইবেন মমতাজ।
এরপরেই সন্ধ্যা ৭টায় স্টেজে উঠবেন কেকে। কেকে’র সংগীত পরিবেশনা শেষে রাত ৮টায় বিপিএলের উদ্বোধনী বক্তব্য দেবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপনের বক্তব্যের পর থাকছে লেজার শো, তারপর নৃত্য পরিবেশন করবেন জ্যাকুলিন ফার্নান্দেজ। জ্যাকুলিনের শেষে আসবেন হৃত্বিক রোশন। সব শেষে থাকছে আরও একটি লেজার শো।
বিপিএল উদ্বোধনী অনুষ্ঠানের জন্য এরই মধ্যে টিকিট বাজারে ও অনলাইনে ছাড়া হয়েছে। ঢাকা ব্যাংকের পাশাপাশি ঢাকা টিকিটস.কম নামে অনলাইনেও টিকিট পাওয়া যাচ্ছে।
টিকিটের মূল্য তালিকা: প্লাটিনাম ২০ হাজার টাকা, গোল্ড ১০ হাজার টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ৪ হাজার টাকা আর সাধারণ গ্যালারি ২০০ ও ৩০০ টাকা।
বিপিএলের তৃতীয় আসরের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ডিবএল গ্রুপ।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, ১৯ নভেম্বর ২০১৫
এইচএল/এমআর