ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএল-৩

ঢাকা পর্ব শেষে এগিয়ে যারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
ঢাকা পর্ব শেষে এগিয়ে যারা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: ঢাকা ডায়নামাইটসের জয়ের মধ্য দিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে শেষ হলো বিপিএলের তৃতীয় আসরে ঢাকা পর্বের প্রথম ধাপ। বিরতিহীন এ ধাপে ম্যাচ হয়েছে ১২টি।

দ্বিতীয় ধাপটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

আগামি দুইদিন বিরতির পর ৩০ নভেম্বর থেকে ০৩ ডিসেম্বর এই চারদিনে চট্টগ্রামের জহুর আহাম্মেদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আটটি ম্যাচ। এরপর ৬ ডিসেম্বর থেকে মিরপুরে অনুষ্ঠিত হবে ফাইনালসহ টুর্নামেন্টের বাকি ১৬টি ম্যাচ।

প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চার ম্যাচে তিন জয়ে তাদের পয়েন্ট ৬। প্রথম ম্যাচে হারলেও টানা তিনটি জয় তুলে নিয়ে শীর্ষস্থানে ওঠে দলটি। সমান খেলায় ঢাকা ডায়নামাইটসের পয়েন্ট ৬ হলেও নেট রানরেটে তাদের পেছনে ফেলে মাশরাফির কুমিল্লা।

ঢাকার অবস্থান তৃতীয়। এক ম্যাচ বেশি খেলা রংপুর পাঁচ ম্যাচে তিন জয়ে আছে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাকিবের রংপুর রাইডার্স।

মাহমুদউল্লাহ রিয়াদের বরিশাল বুলস রয়েছে চতুর্থ স্থানে। তিন ম্যাচে তারা জয় পেয়েছে দুটিতে। চার ম্যাচে দুই জয় নিয়ে চিটাগং ভাইকিংসের অবস্থান পঞ্চম। টেবিলের তলানিতে রয়েছে মুশফিকের সিলেট সুপারস্টারস। চার ম্যাচের চারটিতেই হেরেছে তারা।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
এসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।