ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ঢাকার হয়ে লড়লেন সাঙ্গাকারা-ডয়েসকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ঢাকার হয়ে লড়লেন সাঙ্গাকারা-ডয়েসকেট ছবি : উজ্জ্বল ধর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিপিএলের আগের ম্যাচগুলোতে তিন নম্বরে ব্যাটিং করেছেন কুমার সাঙ্গাকারা। মঙ্গলবার (০১ ডিসেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বরিশাল বুলসের বিপক্ষে ব্যাট হাতে ওপেনিংয়েই নেমে গেলেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক।

একে একে আসা-যাওয়া দেখলেন টপঅর্ডার ব্যাটসম্যানদের। সাঙ্গাকারা ঠিকই লড়ে গেলেন প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে।

সৈকত আলী, লাহিরু থিরিমান্নে, নাসির হোসন ও আবুল হাসান সাজঘরে ফিরে যাওয়ার পর ডেন ডয়েসকেট সঙ্গ দিলেন ‘ওয়েল সেট’ সাঙ্গাকারাকে। শেষ অবধি সাঙ্গাকারার ৬০ ও রায়ান টেন ডয়েসকেটের অপরাজিত ৪৫ রানের ইনিংসে ভর করে বরিশাল বুলসের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ঢাকা। টসে হেরে ব্যাটিংয়ে নামা দলটির লড়াইয়ের পুঁজি পেতে সহায়ক ছিল পঞ্চম উইকেট জুটিটি। এ জুটি থেকে আসে মূল্যবান ৫৯ রান।

বিপিএলে সাঙ্গাকারা এ দিন তু‍ললেন টানা দ্বিতীয় অর্ধশতক। মিরপুরে আগের ম্যাচে সিলেট সুপার স্টারসের বিপক্ষে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

বরিশালের হয়ে দারুণ বোলিং করেছেন সিকুজি প্রসন্ন। চার ওভারে ২৩ রানের বিনিময়ে নেন দু’টি উইকেট। কেভিন কুপারও নিয়েছেন দু’টি উইকেট। অপর উইকেটটি নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

পয়েন্ট টেবিলে বরিশালের পরই অবস্থান ঢাকার। চার ম্যাচে তিনটি করে জয়ে উভয় দলের পয়েন্ট সমান হলেও রান রেটে এগিয়ে আছে মাহমুদউল্লাহর দল। এ ম্যাচে জয় পাওয়া দল উঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ ম্যাচে চার জয়ে শীর্ষে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।