ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

একদিনে ৩ বার আউট উমর আকমল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
একদিনে ৩ বার আউট উমর আকমল! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ক্রিকেট ইতিহাসে নতুন একটি রেকর্ড গড়লেন পাকিস্তানের ব্যাটসম্যান উমর আকমল। তবে এ রেকর্ডটি তাকে সমালোচনার কেন্দ্রবিন্দু বানিয়েছে।

ক্রিকেটের ১৩৮ বছরের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২৪ ঘণ্টার মধ্যে তিনবার আউট হওয়ার কুখ্যাতি জন্ম দিলেন এ টপঅর্ডার ব্যাটসম্যান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে খেলতে বাংলাদেশে আসেন আকমল। তবে রংপুর রাইডার্সের বিপক্ষে খেলায় মাত্র এক রান করেই সাকিব আল হাসানের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এরই মধ্যে একদিনে তিনবার আউট হওয়ার বাজে রেকর্ডটি গড়ে ফেলেন ২৫ বছর বয়সী এ ব্যাটসম্যান।

এরআগে জাতীয় দল পাকিস্তানের হয়ে শারজায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে দু’বার আউট হন আকমল। ভুল পড়ছেন না! ম্যাচে চার রানের মাথায় ইংলিশ স্পিনার মইন আলীর বলে আউট হন তিনি।

ইংলিশদের করা ১৫৪ রানের পর পাকিস্তানও নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে সমান রান করে। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে অধিনায়ক শহিদ আফ্রিদির সঙ্গে মাঠে আবার আসেন আকমল। তবে ওভারের শেষ বলে ক্রিস জর্ডানের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন তিনি। ম্যাচটি জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইয়ন মরগান বাহিনী।

বিপিএলে ধুঁকতে থাকা চিটাগং উমর আকমলকে পেতে উদগ্রীব ছিলো। তাই ঢাকা থেকে প্রায় ৮০ হাজার টাকা খরচ করে দ্রুত হেলিকপ্টারে করে চট্টগ্রামে নিয়ে আসে। তবে সে ম্যাচেও চিটাগং হারের পাশাপাশি আকমলের বাজে রেকর্ডটি দেখলো ক্রিকেট বিশ্ব।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০২ ডিসেম্বর, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।