ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকার কৌশলে অসন্তুষ্ট ক্রিকেটের বরপুত্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
দ. আফ্রিকার কৌশলে অসন্তুষ্ট ক্রিকেটের বরপুত্র ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যাচ বাঁচাতে প্রাণ-পণ লড়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা! ভারতীয় স্পিনারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে দেয়াল হয়ে দাঁড়ানোর চেষ্টায় ছিলেন আমলা-ডি ভিলিয়ার্সরা। তবে প্রোটিয়া ব্যাটসম্যানদের এমন মনোভাবে অসন্তুষ্ট ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা।



দ.আফ্রিকান ব্যাটসম্যানরা চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। তবে নিজেদের ইনিংসের বেশিরভাগ বলই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেন প্রোটিয়া তারকা ক্রিকেটাররা। চতুর্থ দিন শেষে (রোববার, ০৬ ডিসেম্বর) ৭২ ওভারে সমান ৭২ রান করে সফরকারীরা। যেখানে দলীয় রানের গড় ছিল মাত্র এক।

আধুনিক যুগে এসে এমন ডিফেন্সিভ ক্রিকেট দেখাটা আসলে দুর্ভাগ্যের ব্যপার বলে মনে করেন ক্রিকেটের বরপুত্র খ্যাত লারা। এমন ক্রিকেট সাদা পোশাকের খেলাকে আরও পিছিয়ে দিচ্ছে বলে তার মত।

নিজের টুইটার অ্যাকাউন্টে লারা জানান, তারা (দ.আফ্রিকা) ম্যাচ বাঁচাতে চেষ্টা করছে। তবে এটি সমর্থকদের টেস্ট ক্রিকেট থেকে দূরে সরিয়ে দেবে। এমনকি টেস্টকে জনপ্রিয় করতে বিশ্ব ক্রিকেট যেখানে দিবা-রাত্রির ম্যাচ আয়োজনের চিন্তা করছে, সেখানেও এর বাজে প্রভাব পড়বে।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারতের বিপক্ষে চার ম্যাচ সিরিজের শেষ টেস্টে ৪৮১ রানের টার্গেটে ব্যাট করছে প্রোটিয়ারা। তবে জয়ের কোন সম্ভাবনা না দেখে একের পর এক বল ঠেকিয়ে রেকর্ড গড়ে যাচ্ছেন দলটির ব্যাটসম্যানরা। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক হাশিম আমলা পঞ্চম দিন (সোমবার) ২৪৪ বলে ২৫ রান করে আউট হয়েছেন। যেখানে তার স্ট্রাইক রেট ছিল মাত্র ১০.২৪। কমপক্ষে ২০০ বল খেলেছেন, এমন ইনিংসে এর চেয়ে কম স্ট্রাইক রেট নেই অন্য কোনো ব্যাটসম্যানের।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।