ঢাকা: সমান ১৪ পয়েন্ট নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরেই অবস্থান রংপুর রাইডার্সের। শনিবার (১২ ডিসেম্বর) পয়েন্ট টেবিলের শীর্ষ এ দুটি দলই খেলতে নামছে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে।
যদিও হেরে যাওয়া দলের সুযোগ থাকবে ফাইনালে ওঠার। এলিমিনেশন রাউন্ডের ম্যাচের (ঢাকা-বরিশাল) জয়ী দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিতে ফাইনালে ওঠার সুযোগ পাবে তারা।
সুযোগ থাকলেও কালই (শনিবার) কুমিল্লাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় রংপুর রাইডার্স। দলের ক্রিকেটাররা এখনো তাদের সেরা ক্রিকেট খেলেনি বলে জানান অলরাউন্ডার ড্যারেন স্যামি। ক্যারিবীয় এই ক্রিকেটারের মনে করছেন সেরাটা না দেখা গেলেও কাল মাঠে নেমে সেরাটাই দেখাবে তারা।
শুক্রবার (১১ ডিসেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলন শেষে স্যামি সংবাদমাধ্যমকে বলেন, ‘টুর্নামেন্টটি আমরা দারুণভাবে শুরু করেছিলাম। এখন আমাদের সামনে সুযোগ এসেছে সবার আগে ফাইনালে যাওয়ার। আমার মনে হয়, রংপুর এখনো তাদের সেরা ক্রিকেটটা খেলেনি। আমাদের সামনে সেটা করে দেখানোর সুযোগ এসে গেছে। ফাইনালে যাওয়ার জন্য সেটাই করবো আমরা। ’
টুর্নামেন্টের শুরু থেকেই রংপুরের ওপেনিং জুটি থিতু হতে পারছেনা উইকেটে। সৌম্য সরকার ও লিন্ডল সিমন্স কেউই রান পাননি শেষ কয়েকটি ম্যাচে। এই জায়গাটায় উন্নতি দরকার বলে মনে করছেন স্যামি, ‘এটা এমন একটা জায়গা যেখানে আমাদের আরো উন্নতি করতে হবে। রংপুর এখনো তাদের সেরাটা খেলেনি। চলতি আসরে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে আমাদের কোনো ব্যাটসম্যান নেই। তবে ভালো দিক হলো, আমরা দল হিসেবে পারফর্ম করেছি। কুমিল্লার বিপক্ষে জিততে হলে আগামীকাল আবার সেটাই করতে হবে আমাদের। ’
প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে গেলেও সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ জিতে ফাইনালে ওঠার-এসব মাথায়ই আনতে চান না ড্যারেন স্যামি, ‘হেরে গেলে সুযোগ থাকবে, আমরা সেটা ভাবতেই চাই না। আমরা জয়ের কথা চিন্তা করছি। নিজেদের ফাইনালের মঞ্চে দেখতে পাচ্ছি। ’
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১৫
এসকে/এমআর