ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

জয়ের সুবাস পাচ্ছে কিউরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
জয়ের সুবাস পাচ্ছে কিউরা ছবি: সংগৃহীত

ঢাকা: বৃষ্টিতে ১৯.৫ ওভার বাকি থাকতেই ডানেডিন টেস্টের চতুর্থ দিনের খেলা শেষ হলো। আপাতদৃষ্টিতে, শ্রীলঙ্কার জন্য প্রকৃতি আশীর্বাদস্বরুপ! শেষদিনে লঙ্কানদের জয়ের জন্য ২৯৬ রান করতে হবে।

আর দুই ম্যাচের টেস্ট সিরিজে লিড নিতে নিউজিল্যান্ডের চাই ৭ উইকেট।

স্কোর: নিউজিল্যান্ড – ৪৩১ ও ২৬৭/৩ ডিক্লে.
শ্রীলঙ্কা – ২৯৪ ও ১০৯/৩

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে তিন দফায় বৃষ্টি আঘাত হানে। তাই পঞ্চম দিনে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে খেলা শুরু হওয়ার কথা রয়েছে।

তৃতীয় দিনের করা এক উইকেটে ১৭১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা। তিন উইকেট হারিয়ে দলীয় ২৬৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণার আগে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট শতক হাঁকান টম লাথাম (১০৯ অপা.)। ব্যক্তিগত ৭১ রানে দুশমান্থা চামিরার বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন কেন উইলিয়ামসন (৭১)।

এছাড়া প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিলের ব্যাট থেকে আসে ৪৬ রান। গাপটিলের পর রস টেইলরের (১৫) স্ট্যাম্প ভাঙেন রঙ্গনা হেরাথ। লাথামের সঙ্গে অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ১৭ রানে অপরাজিত থাকেন।

কিউইদের ছুঁড়ে দেওয়া ৪০৫ রানের পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে এক প্রকার চাপের মুখে লঙ্কানরা। উইকেটরক্ষক বিজে ওয়াটলিংয়ের গ্লাভস বন্দী হয়ে একে একে প্যাভিলিয়নে ফেরেন দিমুথ করুণারাত্নে (২৯), কুসল মেন্ডিস (৪৬) ও উদারা জয়াসুন্ডেরা (৩)। দুই ওপেনারকে ফেরান টিম সাউদি। আর জয়াসুন্ডেরার উইকেটটি নেন বাঁহাতি পেসার নিল ওয়াগনার।

ইনিংসের ৫০.১ ওভারের মাথায় বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলার ইতি টানেন ম্যাচ অফিসিয়ালরা। তিন উইকেটে ১০৯ রান নিয়ে শেষদিনে ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জে নামবে সফরকারীরা। দিনেশ চান্দিমাল ব্যক্তিগত ৩১ রানে অপরাজিত রয়েছেন। ব্যাটিং অর্ডার অনুযায়ী তার সঙ্গী হয়ে নামতে পারেন অধিনায়ক ‍অ্যাঞ্জেলো ম্যাথিউস।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।