ঢাকা: নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের চতুর্থটি বৃষ্টিতে ভেসে গেছে। ফলে সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।
বৃষ্টির কারণে আবহাওয়া খারাপ থাকায় দু’দলের জন্য ম্যাচের ওভার ২৪ এ নিয়ে আসা হয়। আর টসে হেরে আগে ব্যাট করতে নামে কিউইরা। তবে দলীয় নয় ওভার পরে আবারও বৃষ্টির হামলা। আর এ বৃষ্টি তিন ঘণ্টা চল্লিশ মিনিট ধরে এক টানা চলে। শেষ পর্যন্ত কর্তব্যরত আম্পায়াররা ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেন।
খেলার এ নয় ওভারে অবশ্য দু’দলের মাঝে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। এ সময় কেন উইলিয়ামসনের নেতৃত্বে নিউজিল্যান্ড আগ্রাসী ব্যাটিং করে ৭৫ রান তুলে ফেলে। তবে লঙ্কানরাও কম যায়নি তুলে নিয়েছে প্রতিপক্ষের তিনটি উইকেট। ১৪ বলে তিন ছয় ও এক চারে ২৭ রান করে নুয়ান কুলাসেকেরার বলে আউট হন ফর্মে থাকা মার্টিন গাপটিল। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত ছিলেন রস টেইলর।
সফরকারী বোলারদের মধ্যে একটি করে উইকেট পান কুলাসেকেরা, দাশমান্থা চামিরা ও থিসারা পেরেরা।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, ০২ জানুয়ারি, ২০১৬
এমএমএস