ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘বাংলাদেশ শক্তিশালী দলগুলোর একটি’

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
‘বাংলাদেশ শক্তিশালী দলগুলোর একটি’ ছবি: শোয়েব মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচ হিসেবে এসেছেন গ্রায়েম ওয়েস্ট। যুব বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ সফরে আসতে পেরে বেশ উচ্ছ্বসিত সাবেক এ ইংলিশ ক্রিকেটার।

রোববার (১০ জানুয়ারি) মিরপুর একাডেমি মাঠে ক্যারিবীয় যুবাদের নিয়ে অনুশীলনে নামার আগেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন গ্রায়েম ওয়েস্ট।

আগামী ২৭ জানুয়ারি থেকে বাংলাদেশে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের একাদশতম আসর। এর আগে ১১, ১৪ ও ১৬ জানুয়ারি টাইগার যুবাদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে গ্রায়েমের শিষ্যরা।

বিশ্বকাপ ভেন্যুতে স্বাগতিক দেশের বিপক্ষে খেলতে পারাটাকে ভালো সুযোগ মনে করছেন তিনি, ‘বিশ্বকাপ শুরুর আগে এখানে এসে তিন ম্যাচের সিরিজ খেলার সুযোগ দেওয়ায় আমরা খুশি। এখানে খেললে আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারবো। এই জায়গাতে অন্য দলগুলোর চেয়ে আমরা বেশি সুবিধা পাব। ’

বাংলাদেশ জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের প্রশংসাও ঝরে তার কন্ঠে, ‘জাতীয় দলের সঙ্গে সমানভাবে ভালো করছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। যুব বিশ্বকাপে বাংলাদেশ শক্তিশালী দলগুলোর একটি। ’

স্বাগতিক ‍বাংলাদেশ দল যে কন্ডিশন কাজে লাগিয়ে ক্যারিবীয়দের স্পিন ফাঁদে ফেলতে চাইবে সে ধারণাও আছে গ্রায়েমের। তবে তাতে বিচলিত নন এই কোচ, ‘বাংলাদেশের শক্তির জায়গা স্পিন। আমাদের দলেও অনেক স্পিনার আছে। স্পিন-নির্ভর উইকেটও রয়েছে ওয়েস্ট ইন্ডিজে। ’ 

বিশ্বকাপে নিজ দলের সম্ভাবনার কথাও জানান দেন তিনি, ‘আমাদের দলে কিছু প্রতিভাবান ক্রিকেটার আছে। ইতিহাস বলে যে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে ওয়েস্ট ইন্ডিজ দলে গ্রেট কিছু ক্রিকেটার এসেছে। আমাদের দুই-তিনজন ক্রিকেটার আছে যারা আগামী ৫-১০ বছরের মধ্যে ওয়েস্ট ইন্ডজ দলকে প্রতিনিধিত্ব করবে। টপ‍অর্ডারে একাধিক ভালো ক্রিকেটার আছে। এবারের শিরোপা জয়ে যা করা দরকার খেলোয়াড়-কোচরা মিলে তা করবে। ’

গ্রায়েম ওয়েস্ট দীর্ঘদিন ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি একাডেমিতে পরামর্শক হিসেবে কাজ করেছেন। সহকারী কোচ হিসেবে কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের সঙ্গেও।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।