ঢাকা, সোমবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

টি-টোয়েন্টি দলে আরও দুই নতুন মুখ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
টি-টোয়েন্টি দলে আরও দুই নতুন মুখ মু্ক্তার আলী ও মোসাদ্দেক হোসেন সৈকত / ছবি:সংগৃহীত

ঢাকা: ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ দুই ম্যাচের দলে ঢুকেছেন দুই নতুন মুখ-মোসাদ্দেক হোসেন সৈকত ও মু্ক্তার আলী।

এছাড়া প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেলেন পেসার মোহাম্মদ শহীদ।
 
এদিকে, দলে রাখা হয়নি শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান ও আল আমিন হোসেনকে। এর আগে প্রথম দুই টি-টোয়েন্টির দলে নতুন মুখ হিসেবে দলে জায়গা পান শুভাগত হোম ও আবু হায়দার রনি। শুভাগত প্রথম দু’টি ম্যাচ খেললেও এখনো অভিষেক হয়নি আবু হায়দার রনির।

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া মুশফিকুর রহিমের বদলি হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।
 
আগামী ২০ ও ২২ জানুয়ারি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে চার ম্যাচ সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
সংশোধিত বাংলাদেশ স্কোয়াড:  মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, সাব্বির রহমান, আরাফাত ‍সানি, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আবু হায়দার রনি, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ ও মু্ক্তার আলী।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এসকে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।