ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পরের ২ ম্যাচেও ভালো করার প্রত্যয় টাইগারদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
পরের ২ ম্যাচেও ভালো করার প্রত্যয় টাইগারদের ছবি: স্টাফ ফটো করেসপন্ডেন্ট মানজারুল ইসলাম/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম থেকে: আমাদের ব্যাটিং ভালোই হয়েছে। তবে মাঝে ব্যাটসম্যানরা উইকেটে টিকে থাকতে পারেনি।

বোলিংয়েও তাই হয়েছে। আসলে টি-২০ ম্যাচে শতভাগ পারফেক্ট খেলা সম্ভব না। তবে সামনের দুই ম্যাচে আরো ভালো করবো।

রোববার (১৭ জানুয়ারি) ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে করা আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এ কথা বলেন।

ম্যাচে স্বাগতিকদের দু’টি ক্যাচড্রপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, যেকোনো ম্যাচেই এটা হতে পারে। তবে আমাদের ফিল্ডিংয়ে উন্নতি করার সুযোগ রয়েছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি।

ম্যাচে মুশফিকের ইনজুরি ও শেষ দিকে মুস্তাফিজকে উঠিয়ে নেওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, মুশফিকের ইনজুরিটা গুরুতর। না হলে তাকে মাঠ ছাড়তে হতো না। আর ডান হাতের পুরনো ব্যাথার কারণে মুস্তাফিজকে উঠিয়ে নেওয়া হয়েছে। আশা করছি, বড় কিছু হবে না। তবে ঝুঁকিতো থাকছেই।

ম্যান অব দ্য ম্যাচ সাব্বির প্রসঙ্গে তিনি বলেন, সাব্বির রহমান প্রত্যাশা পূরণ করেছে। ম্যাচের সব বিভাগেই ও ভালোই করেছে।

রোববার ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী জিম্বাবুয়েকে ৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এর ফলে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেলো মাশরাফি বাহিনী।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৬
এমআরএম/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।