ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শেষ আটে যেতে জিম্বাবুয়ের দরকার ২২৭ রান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
শেষ আটে যেতে জিম্বাবুয়ের দরকার ২২৭ রান

ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ আঠে ওঠার ম্যাচে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচটিতে জিম্বাবুয়েকে ২২৭ রানের টার্গেট দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ‍যুবারা।



টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২১১ রান করে ক্যারিবীয় যুবারা। সামার স্প্রিংগার সর্বোচ্চ ৬১ রান করেন। ‌ এছাড়া ওপেনার তেভিন ইমলাচ ৩১ ও গিদরন পোপ করেন ৩০ রান।

রুগারি মাগারিরা তিনটি ও ওয়াসলি ম্যাডহিভার দুটি করে উইকেট নেন।

এ ম্যাচের জয়ী দল উঠে যাবে কোয়ার্টার ফাইনালে। সবক’টি ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠেছে ইংল্যান্ড। তিনটি ম্যাচ হেরে বিদায় নিয়েছে ‘সি’ গ্রুপের অপর দল ফিজি। শেষ আটে উঠতে মরিয়া গ্রুপপর্বে একটি করে জয় পাওয়া জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।