ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মন ভালো করার ‘চিকিৎসক’ শাওন গাজী!

তাসনীম হাসান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
মন ভালো করার ‘চিকিৎসক’ শাওন গাজী! ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

কক্সবাজার শেখ কামাল একাডেমি স্টেডিয়াম থেকে: প্রতিপক্ষকে চাপে রাখা কিংবা উইকেট নেওয়া-দু’টো কাজেই অধিনায়কের বড় ভরসার নাম তিনি। এ তো গেল মাঠের ভেতরের কথা।



আর মাঠের বাইরে? সেখানে দলের কারও মন ভালো নেই, কেউবা আবার ভুগছেন মানসিক অবসাদে-ডাক পড়ে তার।

বাংলাদেশ দলের এ অঘোষিত মন ভালো করে দেওয়ার ‘চিকিৎসকে’র নাম সালেহ আহমদ শাওন গাজী।

সোমবার সকাল ১১টা। বাংলাদেশ দলের অনুশীলন সবে শেষ। নিয়মিত সংবাদ সম্মেলনের অংশ হিসেবে দল থেকে আজ পাঠানো হলো শাওন গাজীকে।

বয়সটা এখনও ১৮’র আশেপাশে। সাংবাদিকদের সামনে কথা বলার সময় হাসির ছলে একের পর এক উত্তর দিচ্ছিলেন। বডি ল্যাংগুয়েজে বোঝা গেল বিশ্বকাপকে ঘিরে যেন আলাদা আবেগের ঢেউ খেলে যাচ্ছিল এ তরুণের মনে।

মাঠে সবসময় চটপট থাকেন। দলকে চাঙ্গা রাখার দায়িত্বটা কি আপনার? এ প্রশ্নটা যথারীতি ছুড়ে দেওয়া হলো শাওনের দিকে।

এর উত্তরে শাওনের জবাব ‘হ্যাঁ’।

এরপর বলতে থাকেন, ‘দলের সবাইকে সববিষয়ে মজা দেই। ধরুণ একজনের মন খারাপ, গিয়ে তাকে জিজ্ঞেস করি, কি হলো? তার সঙ্গে দুষ্টুমি করি। এরকম করতে করতে এক সময় গিয়ে তার মনটা ভালো হয়ে যায়। এভাবে আমি সবার সঙ্গে মজা করি। ’

বিশেষ করে হৃদয়ের সঙ্গে হৃদ্যতা একটু বেশিই শাওনের। হৃদয় শফিউল হায়াতের ডাক নাম। বহুদিনের বন্ধু তারা দু’জন।

এ সম্পর্ক শাওন বলেন, ‘হৃদয়ের সঙ্গে বেশি মজা নিই, সেও আমার সঙ্গে মজা করে। ’

সাগরপাড়ের অদূরে খেলোয়াড়দের হোটেল। হোটেলের বেলকনিতে দাঁড়ালেই দেখা মেলে সমুদ্রের ঢেউ, কান পাতলেই শোনা যায় সমুদ্রের গর্জন। কিন্তু ইচ্ছে হলেও বিচে যাওয়া যায় না। বিশ্বকাপ উপলক্ষে যে খেলোয়াড়দের ঘিরে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। তাই যেখানে সেখানে যাওয়ার অনুমতি নেই।

ফলে মাঠ থেকে হোটেল-খেলোয়াড়দের কক্সবাজারে দিন কাটছে এভাবেই।

এ ব্যাপারে শাওন বলেন, ‘এবার একবারও বিচে যাওয়া হয় নি। এর আগে কক্সবাজারে আমাদের এক সপ্তাহের একটা ক্যাম্প হয়েছিল। ওই সময় সাত দিনে সাত দিনই বিচে গিয়েছিলাম। ’

সময় কিভাবে কাটে এখন এর উত্তরে শাওন বলেন, ‘এখন হোটেলে টিভি দেখি। মিরাজের রুমে যাই, শান্তর রুমে যাই-এভাবে সময় কেটে যায়। ’

শাওন গাজী। পটুয়াখালী থেকে ওঠে আসা আরেক উদীয়মান তরুণ ক্রিকেটার। এর আগে তো দেশবাসী ক্রিকেটে পটুয়াখালীর সন্তান সোহাগ গাজীর প্রভাব দেখেছেই। হয়তো অদূর ভবিষ্যতে আরেক গাজীকেও জাতীয় দলে দেখবে দেশ।

সেসব নিয়ে এখন ভাবছে না শাওন। তার চোখ এখন শুধুই বিশ্বকাপে। লক্ষ্য একটাই। বিশ্বকাপের সেরা বোলার হওয়া। ...

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।