ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোচের চোখে বাংলাদেশই সেরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৬
কোচের চোখে বাংলাদেশই সেরা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর থেকে: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের যুবারা যে পারফরমেন্স দেখিয়েছেন তাতে ফেভারিটতো বটেই, দলটিকে শিরোপার অন্যতম দাবীদার বললেও এতটুকু কমতি হবেনা। দুর্দান্ত পারফর্ম করা দলটির কোচ মিজানুর রহমানও সেরা কোচের তকমা এরই মধ্যে নিজের গায়ে মেখেছেন।



টাইগারদের এ কোচের দেখানো দিক নির্দেশনায় দলের এমন অভাবনীয় সাফল্য। গ্রুপপর্বে দলটির পাওয়া একের পর এক সাফল্যেই নকআউট পর্বের আগেই শিরোপার সম্ভাবনা উঁকি দিচ্ছে। গ্রুপপর্বে এমন সাফল্যের পর এবার নকআউট পর্বেও সাফল্যের সম্ভাবনা দেখছেন মিরাজদের কোচ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) মিরপুরে কোয়ার্টার ফাইনালের আগের প্রস্তুতি শেষে নেপালের বিপক্ষে ম্যাচের সফলতা নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘বিশ্বকাপের শুরু থেকেই ছেলেরা যেভাবে খেলছে পরের ম্যাচেও সেভাবে খেলবে। আশা করছি আমরা কোয়ার্টার ফাইনালে জিতেই সেমিফাইনালে খেলতে পারবো। ’

এই ম্যাচে নেপালের শক্তিশালী দিক হিসেবে কোনটা দেখছেন? উত্তরে মিজানুর রহমান জানান, ‘নেপালকে কোনো দিক দিয়েই আমার তেমন শক্তিশালী মনে হয়না। তবে ব্যাটিংয়ে ওরা পাওয়ার ক্রিকেট খেলে। আর তাদের বোলিংটা সেভাবে দেখার সুযোগ হয়নি। ’

মিরপুরের উইকেটে ছেলেরা কতটুকু ভাল করতে পারবে বলে মনে করেন? বেশ আত্মবিশ্বাসী হয়েই স্বাগতিক কোচ জানান, ‘মিরপুরের উইকেট আমাদের অনেক দিনের পরিচিত। এটা আমাদের হোম ভেন্যু। কক্সবাজারে আমরা এর আগে কখনো খেলিনি। তারপরেও ছেলেরা সেখানে ভাল খেলেছে। মিরপুর সম্পর্কে ছেলেদের আগে থেকেই ধারণা আছে। তাই এখানে আমাদের ভাল করার সম্ভাবনা যথেষ্ট। ’

শুধু উইকেটের সুবিধাই নয় কোয়ার্টার ফাইনালের এই ম্যাচে নেপালের বিপক্ষে নিজেদের গেমপ্ল্যান সঠিকভাবে বাস্তবায়ন করেই জিততে চাইছেন টাইগার যুবাদের কোচ, ‘এ ম্যাচের জন্য আমাদের নির্ধারিত গেমপ্ল্যান আছে, যা সঠিকভাবে বাস্তবায়ন করেই আমরা ম্যাচ জেতার পরিকল্পনা করছি। ’

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ নকআউট পর্বে এলেও নেপালের বিপক্ষে তাদের আগে একটি ম্যাচে হারের গ্লানি আছে। ২০০২ সালের ৭ ফেব্রুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালের বিপক্ষে ২৩ রানে হেরেছিল বাংলাদেশ। নেপালের দেয়া ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৫৭ রানে গুটিয়ে যায় নাফিস ইকবালদের ইনিংস।

হেরে যাওয়া সে ম্যাচের কোনো বাজে প্রভাব ফেলবে কীনা? উত্তরে টাইগার যুবা কোচ বললেন, ‘এই ব্যাপারগুলো ওদের সামনে আনতে চাইনা। এটা ছোটদের টুর্নামেন্ট। এখানে এটা কোনো বড় বিষয় নয়। যে দল এখানে ভাল খেলবে তারাই জিতবে। ’

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ০৪ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।