ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়েলিংটন টেস্টে স্যান্টনারের পরিবর্তে ক্রেইগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
ওয়েলিংটন টেস্টে স্যান্টনারের পরিবর্তে ক্রেইগ মার্ক ক্রেইগ / ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ড দলে নেওয়া হয়েছে অফস্পিনার মার্ক ক্রেইগকে। আরেক স্পিনার মিচেল স্যান্টনারের পাঁয়ের ইনজুরির কারণেই এমন পরিবর্তন করেছে কিউই নির্বাচকরা।



অজিদের বিপক্ষে সদ্য শেষ হওয়া দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইনজুরিতে পড়েন স্যান্টনার। তাই প্রথম টেস্টে তাকে দলের বাইরে রাখা হয়েছে। তবে দ্বিতীয় টেস্টে তাকে নেওয়া হবে কিনা তা পরে জানানো হবে।

ক্রেইগ সর্বশেষ কিউইদের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ডিসেম্বরে দুটি টেস্ট খেলেছিলেন। আর অজিদের বিপক্ষে অ্যাডিলেডে ইতিহাসের প্রথম দিবা-রাত্রির টেস্ট খেলেছিলেন। কিউইদের তিন উইকেটে হারা সেই ম্যাচে ক্রেইগ ৭৫ রানে দুটি উইকেট পেয়েছিলেন।

ওয়েলিংটন টেস্টের স্কোয়াড: ব্র্যান্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, ডাগ ব্রেসওয়েল, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলাস, মার্ক ক্রেইগ, টিম সাউদি, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং (উইকেটরক্ষক) , কেন উইলিয়ামসন।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।