ঢাকা: অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক টাইগার স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
বাতিলের খাতা থেকে চমক জাগিয়ে প্রাথমিক স্কোয়াডে তিন বছর পর ফিরেছেন স্টাইলিশ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস।
২৪ টেস্ট খেলা নাফীস সব শেষ বাংলাদেশের হয়ে ব্যাট হাতে নেমেছিলেন ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরেজে। এদিকে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রহক রকিবুল হাসানের সব শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০১১ সালের নভম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে। তবে, ২০১৩ সালে ওয়ানডে খেলেছিলেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে অংশ নেওয়া জাতীয় দলের সকল ক্রিকেটারকে টপকে লিগের সর্বোচ্চ স্কোরার ছিলেন জাতীয় দলের এক সময়কার নিয়মিত মুখ রকিবুল হাসান। লিগের রানার্সআপ প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের এ ডানহাতি ব্যাটসম্যান ১৬ ম্যাচে পাঁচটি অর্ধশতক ও একটি শতকে ৬৫.৩৬ গড়ে ৭১৯ রান করে টপকে যান আব্দুল মজিদ (৭০৬), তামিম ইকবালদের (৭১৪)।
আর সোহরাওয়ার্দী শুভর টাইগারদের হয়ে সব শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে একটিই টেস্ট খেলেন তিনি।
অভিজ্ঞ ব্যাটসম্যান শামসুর রহমান শুভ প্রাথমিক স্কোয়াডে ডাক পাননি। ২০১৫/১৬ মৌসুমে বাংলাদেশের ঘরোয়া লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক হন শামসুর রহমান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে (ডিপিএল) তার দল সুপার সিক্সে না যেতে পারলেও দুর্দান্ত ব্যাটিং করেন তিনি। সুপার লিগের আগে তিনি ছিলেন ডিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। ২০১৫/১৬ পঞ্জিকাবর্ষে ১৬৪৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন এই ওপেনার। যেখানে ডিপিএলে তিনি করেন ৫৮৮ রান। ৫৭৮ রান আসে জাতীয় ক্রিকেট লিগ থেকে। আর বাংলাদেশ ক্রিকেট লিগে তিনি করেন ৫০৮ রান। এ সময় সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরিও আসে তার ব্যাট থেকে।
এদিকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আইসিসিরি নিষেধাজ্ঞা থাকার পরও ইংলিশদের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। এছাড়া, ইনজুরি কাটিয়ে প্রায় এক বছর পর আবার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন রুবেল হোসেন। গত ফেব্রুয়ারিতে ঘোষিত বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পাওয়া রুবেলকে রাখা হয়েছে এই স্কোয়াডে। সম্প্রতি চুক্তিতে ফিরেছেন তিনি। গত ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর ম্যাচে বল হাতে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি।
দলের ট্রেইনার মারিও ভিল্লাভারায়নের নেতৃত্বে আগামী ২০ জুলাই শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প। সেদিন সকাল সোয়া আটটায় রিপোর্ট করতে হবে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের।
টাইগারদের প্রাথমিক স্কোয়াড:
মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, ইমরুল কায়েস, লিটন দাস, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন, শাহরিয়ার নাফীস, রকিবুল হাসান, মুমিনুল হক, নাসির হোসেন, নুরুল হাসান, শুভাগত হোম, সাব্বির রহমান, আরাফাত সানি, তাইজুল ইসলাম, মোহাম্মদ সোহরাওয়ার্দী, জুবায়ের হোসেন, মুক্তার আলী, কামরুল ইসলাম রাব্বী, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।
বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ৩০ জুন ২০১৬
এইচএল/এমআরপি