ঢাকা: সর্বসম্মতিক্রমে সৌদি আরবকে ৩৯তম সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত করেছে আইসিসি। স্কটল্যান্ডের এডিনবরোয় বোর্ড সভা শেষে এমন ঘোষনা দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
২০০৩ সাল থেকে আইসিসির অ্যাফিলিয়েট সদস্য সৌদি ক্রিকেট সেন্টার (এসসিসি)। দীর্ঘ অপেক্ষার পর এবার অ্যাসোসিয়েট সদস্যপদ পেয়ে গেল তারা। গত বছরের অক্টোবরে সহযোগী সদস্য হতে এসসিসি’র আবেদনটি প্রাক অনুমোদন দিয়েছিল আইসিসির ডেভেলপমেন্ট কমিটি। পরে তা পূর্ণ আবেদনে রূপ নেয় এবং গত মার্চে তা পর্যালোচনা করে আইসিসি।
আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর এসসিসি’কে অভিনন্দন জানিয়েছেন‘, ‘আইসিসির সহযোগী সদস্যপদ পাওয়ায় সৌদি ক্রিকেট সেন্টারকে অভিনন্দন। আশা করি, ক্রিকেটকে সামনে এগিয়ে নিতে এটা ইতিবাচক ও কার্যকরী ভূমিকা রাখবে। ’
এদিকে, আইসিসির ৫৩ সদস্যের পূর্ণ কাউন্সিল সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (ইউএসএসিএ) ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের (সিএএন) ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে সমর্থন দিয়েছে। গত জুন ও এপ্রিলে এ দুই ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করে আইসিসি।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এমআরএম