ঢাকা: শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক বিবৃতি দেওয়া হয়। যেখানে জানানো হয়, পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় আসরে খেলার ব্যাপারে সম্মতি জানিয়েছেন ইংল্যান্ডের সিমীত ওভারের অধিনায়ক ইয়ন মরগান ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম।
চলতি বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হবে। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে দ্বিতীয় আসরটি।
এদিকে লাহোরের এই সভায় টুর্নামেন্টে অংশগ্রহনকারী পাঁচটি ফ্যাঞ্চাইজি ক্রিকেটারদের বেতন বাবদ সর্বোচ্চ ১.২ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে পারবে।
গত বছরের আসরটিতে ১৩৮ জন পাকিস্তানিসহ মোট ৩১০ জন ক্রিকেটারকে পাঁচটি ক্যাগাগরিতে ভাগ করে খেলোয়াড়দের ড্রাফটে উঠানো হয়। ক্যাটাগরিগুলো হলোম প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার ও ইমারজিং। যেখানে ক্রিস গেইল, কেভিন পিটারসেন, শেন ওয়াটসন ও ডোয়েন ব্রাভোদের মতো তারকা ছিলেন। বাংলাদেশ থেকে ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবালের মতো তারকারা।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ০২ জুলাই, ২০১৬
এমএমএস