ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিষেধাজ্ঞা কাটিয়ে আলী ফিরেছিলেন, ফিরবেন আমির!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুলাই ২, ২০১৬
নিষেধাজ্ঞা কাটিয়ে আলী ফিরেছিলেন, ফিরবেন আমির!

ঢাকা: নিষেধাজ্ঞা কাটিয়ে যেভাবে বিশ্বের সেরা কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলী লড়াইয়ে ফিরেছিলেন, ঠিক সেভাবে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরও টেস্ট ক্রিকেট ফিরবেন বলে বিশ্বাস পাকিস্তানের সাবেক অধিনায়ক সালমান বাটের। তিনি নিজেও আমিরের সঙ্গে নিষিদ্ধ ছিলেন।

 

নির্বাসন থেকে ফিরে নিজের প্রথম টেস্ট খেলতে মুখিয়ে আছেন পাকিস্তান ফাস্ট বোলার মোহাম্মদ আমির। আগামী ১৪ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে যাচ্ছে পাকিস্তান।

ছয় বছর আগে লর্ডসেই শেষ টেস্ট খেলেছিলেন আমির। সেবার স্পট ফিক্সিংয়ের দায়ে ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন বাঁহাতি এ বোলার। এছাড়া, সে ঘটনায় নিষিদ্ধ হন তখনকার দলপতি সালমান বাট এবং আরেক পেসার মোহাম্মদ আসিফ। একসঙ্গে জেলও খাটেন তারা। পরে ২০১৫ সালের ১৩ মার্চ ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে প্রত্যাবর্তন হয় আমিরের।

চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন আমির। আর এবার ঐতিহ্যবাহী টেস্ট ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছেন তিনি।

তিনবারের হেভিওয়েট চ্যাম্পিয়ন বক্সিংয়ের কিংবদন্তি মোহাম্মদ আলী গত মাসে পৃথিবীর মায়া ত্যাগ করেন। ভিয়েতনাম যুদ্ধে অংশগ্রহণ না করায় তাকে ১৯৬৭ থেকে ১৯৭০ পর্যন্ত খেলতে দেয়া হয়নি। নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ বিরতির পর এসেও সাফল্য পেয়েছিলেন আলী।

আমিরের প্রশংসা করে ৩১ বছর বয়সী বাট জানান, আমি নিশ্চিত সে দুর্দান্ত কিছু করে দেখাবে। সে অসাধারণ একজন বোলার, সিরিজে সে ভালো কিছু করবে। কারণ, সীমিত ওভারের ক্রিকেটে সে দুর্দান্ত ডেলিভারি দিতে সক্ষম হয়েছে। এখন শুধু আমিরকে তার খেলার দিকেই মনোনিবেশ করা প্রয়োজন। বিশ্বখ্যাত বক্সার আলী নিষেধাজ্ঞা কাটিয়ে যেভাবে ফিরেছিলেন, তার মতোই দুর্দান্তভাবে ফিরবে আমির।

বাট আরও জানান, কোনো সন্দেহ নেই এবারের ইংল্যান্ড সফরে পাকিস্তানের মূল বোলার হিসেবে থাকবে আমির। ২০১০ সালেও সে ছিল আমাদের মূল বোলার।

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপকে গুড়িয়ে দেবে মোহাম্মদ আমির। বিশ্বসেরা বোলার হয়ে নিজেকে আবারও প্রমাণ করবে। এমনটি বিশ্বাস করেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক।

২৪ বছর বয়সী আমির ক্রিকেটে ফিরে এখন পর্যন্ত দুটি ওয়ানডে ও ১১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিনি ১৬টি উইকেট তুলে নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, ০২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।