ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রায় দুই মাস ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে ব্যাট-বলের লড়াইয়ে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। আগামী ২০ জুলাই শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প।

মাঝের সময়টা (প্রায় এক মাস) বিশ্রাম ও ঈদ পালনে ব্যয় করবেন ক্রিকেটাররা। লম্বা ছুটি মেলায়  ঈদ উদযাপনে এবার যোগ হচ্ছে বাড়তি মাত্রা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যেই নাড়ির টানে বেশিরভাগ ক্রিকেটারই পৌঁছে গেছেন নিজ গ্রামে।  

‘ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন’ পাঠকদের সেটি  জানাচ্ছে বাংলানিউজ। দুইপর্বের প্রতিবেদনের আজ প্রকাশিত হলো প্রথমপর্ব।

মাশরাফি বিন মুর্তজা: ২০১৫ সালের বিশ্বকাপ শেষে গ্রামের বাড়ি নড়াইলে গিয়েছিলেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নানা ব্যস্ততায় মাঝে আর  জন্মস্থানে যাওয়া হয়নি তার। তাই ঈদে লম্বা ছুটি পেয়ে গত সপ্তাহেই স্ত্রী-সন্তানদের নিয়ে নড়াইলের বাড়িতে পৌঁছে গেছেন মাশরাফি। বাবা-মা,  ছোট ভাই, স্ত্রী-সন্তান, মামা-মামী, বন্ধু ও এলাকাবাসীর সঙ্গে ‌ঈদের আনন্দ ভাগাভাগি করবেন সবার প্রিয় এ ক্রিকেটার।

মাহমুদউল্লাহ রিয়াদ: বাংলাদেশ দলের অন্যতম সেরা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ প্রতিবারের মতো এবারও পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করবেন। এ জন্য বেশ কিছু দিন আগেই তিনি গ্রামের বাড়ি ময়মনসিংহে পৌঁছেছেন।

মুস্তাফিজুর রহমান: ইনজুরি যেন আশীর্বাদ হয়ে এসেছে কাটার মাস্টার মুস্তাফিজের জন্য! সুস্থ থাকলে তাকে ঈদ করতে হতো ইংল্যান্ডে। আইপিএল খেলে ইনজুরিতে পড়ায় ঈদ করতে পারছেন পরিবারের সঙ্গে প্রিয় গ্রাম তেঁতুলিয়াতে। ইনজুরি কাঁটিয়ে ফিট হয়েই গতকাল রাত দশটায় মুস্তাফিজ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ফিরেছেন। ঈদের পর আগামী ১০ জুলাই ঢাকা ফিরে ১৩ জুলাই সাসেক্সের হয়ে কাউন্টিতে অংশ নিতে ইংল্যান্ড যাবেন। গতবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দলে থাকায় ঈদ করতে হয়েছিল পরিবারকে ছাড়া। এ জন্য নাকি খুব মানসিক কষ্ট হচ্ছিলো ২০ বছরের এ তরুণের।  

মুশফিকুর রহিম: বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম দেশে থাকলে পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করেন। বরাবরের মতো এবারো তিনি ঈদ উদযাপন করতে স্ত্রী মন্ডিকে নিয়ে গ্রামের বাড়ি বগুড়ায় যাবেন।

সাকিব আল হাসান: বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের যেন বিশ্রাম নেই! আইপিএল খেলে এসে অংশ নিলেন ঢাকা প্রিমিয়ার লিগে। কয়েকদিন বিশ্রামের পর ২৫ জুন   ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অংশ নিতে উড়াল দিতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজে। এই মুহূর্তে তিনি সেখানে অবস্থান করছেন। তাই এবারের ঈদটা সেখানেই করতে হচ্ছে এই অলরাউন্ডারকে। স্ত্রী ও কন্যাসন্তানের সঙ্গে ঈদ করতে দুই-একদিনের জন্য ঢাকায় আসতেও পারেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

তামিম ইকবাল: অন্যান্য বারের মতো এবারও নিজ বাড়ি চট্টগ্রামে ঈদ করবেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। তার পরিবারের সবাই সেখানেই থাকেন। প্রথমবারের মতো ছেলে আরহামকে নিয়ে এবারের ঈদ উদযাপন করবেন তামিম।

মুমিনুল হক সৌরভ: কক্সবাজারের বৈদ্যেরঘোনার নিজ বাড়িতে পৌঁছে গেছেন মুমিনুল হক।   প্রিমিয়ার লিগ ভালোভাবে শেষ করে বাবা-মা, ছোট বোনের সঙ্গে ঈদ করবেন মমিনুল। ঈদ নিয়ে তেমন পরিককল্পনা নেই মুমিনুলের। বাংলানিউজকে জানান, ‘বাবা-মা আমার জন্য কেনাকাটা করেছেন, আমিও তাদের জন্য কিনেছি, বোনের জন্য কিনেছি। বাড়ি গিয়ে পরিবারকেই বেশি সময় দেব। ’

তাসকিন আহমেদ: বাংলাদেশের উদীয়মান পেসার তাসকিনের জন্ম ঢাকাতেই। মোহাম্মদপুরের বাসায় পরিবারের সঙ্গেই ঈদ উদযাপন করেন তাসকিন। বাংলানিউজকে এই তরুণ জানান, ‘আগের মতো সারাদিন বাইরে বাইরে ঘোরা হয় না। তবে সন্ধ্যায় বন্ধুরা সবাই আসে। এক সাথে একটা কিছু করি। বন্ধু, বড় ভাইয়ের বাসায় আড্ডা দেই। অনেক দাওয়াতও থাকে। ’

আল-আমিন হোসেন: দলের আরেক পেসার আল-আমিন হোসেন ঈদ করতে পৌঁছেছেন গ্রামের বাড়ি ঝিনাইদাহ। ঈদের পরদিনই ঢাকায় ফিরে আসবেন। পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাবেন দেশের বাইরে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ০৩ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।