ঢাকা: শ্রীলঙ্কান দলপতি অ্যাঞ্জেলো ম্যাথিউস সর্বকালের সেরা ক্রিকেটারদের নিয়ে তার পছন্দের একাদশ সাজিয়েছেন। কিংবদন্তি এই ক্রিকেটারদের নিয়ে সাজানো সর্বকালের সেরা একাদশের অধিনায়ক লঙ্কান গ্রেট অরবিন্দ ডি সিলভা।
এছাড়া, নিজের দেশ থেকে ম্যাথিউস রেখেছেন কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, মুত্তিয়া মুরালিধরন আর চামিন্দা ভাসকে।
নিজের দেশের ৫ জনকে রাখলেও এশিয়ার পরাশক্তি ভারত ও পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ সাজিয়েছেন তিনি। এছাড়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ক্রিকেটাররা স্থান পেয়েছেন লঙ্কানদের বর্তমান অধিনায়কের পছন্দের একাদশে।
ম্যাথিউসের দলের ওপেনার হিসেবে ব্যাট করবেন সর্বকালের সেরাদের অন্যতম ভারতের ক্রিকেট ঈশ্বর খ্যাত শচীন টেন্ডুলকার। তার সঙ্গে উদ্বোধনী জুটিতে থাকবেন লঙ্কান গ্রেট উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। তিন নম্বরে নামবেন ক্যারিবীয় ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। এরপরই থাকছেন মিডলঅর্ডারের অন্যতম ভরসা ডি সিলভা।
টপঅর্ডারের এই চার ব্যাটসম্যানের পর ব্যাট হাতে থাকবেন মাহেলা জয়াবর্ধনে। ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে একাদশে রয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস। আর সাত নম্বর থেকে এগারো নম্বর পজিশনের সবাই বোলার।
ম্যাথিউসের সেরা একাদশে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন অজি কিংবদন্তি শেন ওয়ার্ন, লঙ্কান কিংবদন্তি মুলালিধরন। এই একাদশে পেসার হিসেবে রয়েছেন তিনজন। পাকিস্তানের ওয়াসিম আকরাম, শ্রীলঙ্কার চামিন্দা ভাস আর অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা বল হাতে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত।
ম্যাথিউসের সর্বকালের সেরা একাদশ: শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা (উইকেটরক্ষক), ব্রায়ান লারা, অরবিন্দ ডি সিলভা (দলপতি), মাহেলা জয়াবর্ধনে, জ্যাক ক্যালিস, শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন, ওয়াসিম আকরাম, চামিন্দা ভাস ও গ্লেন ম্যাকগ্রা।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৬
এমআরপি