ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন-২

সাজ্জাদ খান, স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জুলাই ৪, ২০১৬
ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন-২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: প্রায় দুই মাস ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসরে ব্যাট-বলের লড়াইয়ে ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। আগামী ২০ জুলাই শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি ক্যাম্প।

মাঝের সময়টা (প্রায় এক মাস) বিশ্রাম ও ঈদ পালনে ব্যয় করবেন ক্রিকেটাররা। লম্বা ছুটি মেলায়  ঈদ উদযাপনে এবার যোগ হচ্ছে বাড়তি মাত্রা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ইতোমধ্যেই নাড়ির টানে বেশিরভাগ ক্রিকেটারই পৌঁছে গেছেন নিজ গ্রামে।  

‘ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন’ পাঠকদের সেটি  জানাচ্ছে বাংলানিউজ। দুইপর্বের প্রতিবেদনের আজ প্রকাশিত হলো শেষ পর্ব।

রুবেল হোসেন: জাতীয় দলের অন্যতম সেরা পেসার রুবেল হোসেনের জন্য এবারের ঈদটা বাড়তি আনন্দের। বিয়ের পর এবারই প্রথম স্ত্রী’কে নিয়ে ঈদ উদযাপন করবেন তিনি। ঈদ করতে বাগেরহাটে পৌঁছেছেন রুবেল। রমজানের শেষের দিনগুলোতে ইফতারের দাওয়াতে অংশ নিচ্ছেন।

সাব্বির রহমান: জাতীয় দলের তারকা ক্রিকেটার সাব্বির রহমান পরিবারের সঙ্গে ঈদ করতে গেছেন রাজশাহীতে। ঈদের দিন ভর্তা, খিচুড়ি, গরুর মাংস খেতে বেশি পছন্দ করেন। ঈদের দিন দুই ভাতিজা, মামাতো-খালাতো ভাই-বোনদের সঙ্গেই সময় কাটান। বন্ধুদের সঙ্গে আড্ডা জমান বিকেলের পর।

নাসির হোসেন: অলরাউন্ডার নাসির হোসেন ইতোমধ্যে গ্রামের বাড়ি রংপুরে পৌঁছে গেছেন। সেখানে পরিবারের সঙ্গেই তিনি ঈদ উদযাপন করবেন।

রকিবুল হাসান: দারুণ এক সুখবর নিয়ে  ঈদ করতে গ্রামের বাড়ি জামালপুরের দেওয়ানপাড়ায় গেছেন ক্রিকেটার রকিবুল হাসান। আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য বিসিবি ঘোষিত বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন তিনি। প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্কোরার দীর্ঘ পাঁচ বছর পর এলেন জাতীয় দলের আঙিনায়। এবারের ঈদটা তাই একটু বেশিই আনন্দপূর্ণ হতে যাচ্ছে। রকিবুল  ঈদের দিন পুরো সময়টা পরিবারের সঙ্গেই কাটাবেন। বিকেলে স্থানীয় বকুলতলায় বন্ধুদের সঙ্গে আড্ডা জমাবেন। বর্ষাকাল হওয়ায় নৌকা ভ্রমণে যেতে পারেন ব্রক্ষপুত্র নদীতে।

মেহেদি হাসান মিরাজ: পরিবারের সঙ্গে ঈদ পালন করতে গত বুধবার খুলনার খালিশপুরে পৌঁছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। পরিবার, বন্ধু, এলাকার বড় ভাই, ছোট ভাইদের সঙ্গে সময় কাটানোর ইচ্ছা মিরাজের, ‘তিনটা ঈদে পরিবারকে সময় দিতে পারিনি। এবার তাই পরিবারকেই বেশি সময় দেব। বন্ধুরা আমাকে খুব মিস করে। বন্ধু, এলাকার বড় ভাই-ছোট ভাইদের সঙ্গেও সময় কাটাবো। ছোট-বড় সবাই মিলেই বাড়িতে গেলে আড্ডাটা হয়। একসাথে আনন্দে থাকাটাই আনন্দের। ’

নাজমুল হাসান শান্ত: প্রতিশ্রুতিশীল এক ক্রিকেটারের নাম নাজমুল হাসান শান্ত। অনূর্ধ্ব-১৯ দলের এই সহ-অধিনায়ক এবারের প্রিমিয়ার লিগ খেলছেন এতিহ্যবাহী ক্লাব আবাহনীতে। পারফরম্যান্সও ছিল ভালো। ঈদের সপ্তাহখানেক আগেই  পৌঁছে গেছেন রাজশাহীর মহিতারে। দেশে থাকলে পরিবারের সঙ্গেই কাটান ঈদের পুরো দিনটা। সন্ধ্যার পর বাসা থেকে বের হয়ে আড্ডায় মাতেন বন্ধুদের সঙ্গে।

মোহাম্মদ সাইফু্দ্দিন: অনূর্ধ্ব -১৯ দলের পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফু্দ্দিন। প্রিমিয়ার লিগ শেষ করেই ঈদ করতে গিয়েছিলেন গ্রামের বাড়ি ফেনীতে। প্রিমিয়ার লিগের পাওনা পেতে মাঝখানে অবশ্য ঢাকায় ফিরেছিলেন। আবার বাড়ি ফিরে গেছেন এই ক্রিকেটার। পরিবারে মা, তিন ভাই, এক বোন রয়েছেন তার। ভাইদের মধ্যে মেজ সাইফুদ্দিন। পুলিশ অফিসার বাবা গত হয়েছেন বছর তিনেক হলো।

সালেহ আহমেদ শাওন: তরুণ ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ডানপিটে  সালেহ আহমেদ শাওন। প্রতিভাবান বাঁহাতি স্পিনারদের একজন তিনি। শাওন  ঈদ করবেন পটুয়াখালীতে, খালিশপুরের নানা বাড়িতে। প্রিমিয়ার লিগ শেষ করেই নানা বাড়িতে গেছেন শাওন।   ঈদে মায়ের হাতে তৈরি মজার মজার খাবারের লোভ এড়িয়ে যেতে পারেন না এখনও। মা বলতে অজ্ঞান এ তরুণ।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৪ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

**
“ঈদের দিন মা’কে ভীষন মিস করি”
** ঈদে পরিবারকেই বেশি সময় দেবেন মুমিনুল
** ক্রিকেটাররা কে কোথায় ঈদ করবেন-১ম পর্ব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।