ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান ক্রিকেটার ভিথানাগে এক বছর নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জুলাই ৯, ২০১৬
লঙ্কান ক্রিকেটার ভিথানাগে এক বছর নিষিদ্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: জনসমক্ষে ঝামেলায় জড়ানোর দায়ে  শ্রীলঙ্কান ক্রিকেটার কিথুরুয়ান ভিথানাগেকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড।

মূলত ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গের কারণেই শ্রীলঙ্কা দলের এ মিডলঅর্ডার ব্যাটসম্যানকে শাস্তি দেয়া হয়েছে।

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া-কোনো ধরনের ক্রিকেটেই আগামী এক বছর অংশ নিতে পারবেন না ২৫ বছর বয়সী এ ক্রিকেটার। কলম্বোতে জন্ম নেয়া ভিথানাগে শ্রীলঙ্কা দলের হয়ে ১০টি টেস্ট, ৬টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

গত ডিসেম্বর-জানুয়ারির নিউজিল্যান্ড সফরে শ্রীলঙ্কা দলে ছিলেন ভিথানাগে। বাজে পারফরম্যান্সের কারণে পরে দল থেকে বাদ পড়েন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।