ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

নিরপেক্ষ ভেন্যুর চিন্তা মাথায় আনছে না বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
নিরপেক্ষ ভেন্যুর চিন্তা মাথায় আনছে না বিসিবি ছবি: সংগৃহীত

ঢাকা: অক্টোবরে ঘরের মাঠে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। ছয় বছর পর সিরিজটি খেলতে বাংলাদেশ সফর করবে ইংলিশরা।

সূচিও চূড়ান্ত হয়ে গেছে। সিরিজ শুরু হতে এখনও বাকি প্রায় তিন মাস। তারপরও দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় এই সিরিজ।

বাংলাদেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতি সবার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। গুলশানে সন্ত্রাসী হামলার পর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের জামাত শুরুর প্রাক্কালে বোমা বিস্ফোরণে চারজন নিহত হন। সার্বিকভাবে এসবই নিরাপত্তা নিয়ে চিন্তা বাড়াচ্ছে বিদেশিদের মাঝে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান।

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ নিয়ে অনেক ধরনের আলোচনাই হচ্ছে। এর মধ্যে একটি ছিল সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন। বিসিবি নিরপেক্ষ ভেন্যুতে সিরিজ আয়োজনের সব সম্ভাবনা নাকচ করে দিয়েছে। বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের জানিয়েছেন, নিরপেক্ষ ভেন্যুর কথা ভাবছেই না বিসিবি। বাংলাদেশেই সিরিজ আয়োজনের পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে বিসিবি।

তিনি আরও বলেন, ‘আমরা সবসময় বিশ্বাস করি, একটা দেশে ক্রিকেট না খেলতে চাওয়া কোনো সমাধান আনবে না। আমাদের সব চেষ্টাই চলছে, সিরিজটা এখানে আয়োজনের জন্য। ’

সিরিজটি নিয়ে ইসিবির সঙ্গে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির সবসময় যোগাযোগ রয়েছে বলে নিশ্চিত করেন নিজাম উদ্দিন চৌধুরী।

দুটি টেস্ট, তিনটি ওয়ানডে খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ইংল্যান্ড ক্রিকেট দলের।

তবে সিরিজ চূড়ান্ত করার আগে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ও বিসিবির আয়োজন দেখতে ঢাকা সফর করবেন ইসিবির নিরাপত্তা কর্মকর্তারা। খুব শিগগিরই তাদের ঢাকায় আসার কথা।

সিরিজ শুরুর আগে ইসিবির নিরাপত্তা পর্যবেক্ষক দলের বাংলাদেশ সফরের ব্যাপারটিকে রুটিন ওয়ার্ক হিসেবেই দেখছেন বিসিবির প্রধান নির্বাহী।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।