ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ক্যারিবীয় দলে ডাক পেলেন কামিন্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
ক্যারিবীয় দলে ডাক পেলেন কামিন্স ছবি: সংগৃহীত

ঢাকা: দ্বিতীয়বারের মতো ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ডাক পেলেন মিগুয়েল কামিন্স। আগেরবার অভিষেক হয়নি।

এবার ভারতের বিপক্ষে সাদা পোশাকে নামার অপেক্ষায় ২৫ বছর বয়সী এ ডানহাতি পেসার। একটি ওয়ানডে খেলা কামিন্স জেরম টেইলরের বিকল্প ছিলেন, যিনি দু’দিন আগে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন।

আগামী ২১ জুলাই (বৃহস্পতিবার) চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে।

অ্যান্টিগা টেস্টে ১২ সদস্যের ঘোষিত মূল স্কোয়াডে ছিলেন না কামিন্স। এর আগে ২০১৫-১৬ সালে অস্ট্রেলিয়া সফরে শ্যানন গ্যাব্রিয়েলের পরিবর্তে তাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু এক ম্যাচেও তার খেলা হয়নি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ৪১ ম্যাচে ২২.৫৬ গড়ে ১১৬টি উইকেট নিয়েছেন কামিন্স। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। জ্যামাইকার কিংস্টনে অনুষ্ঠিত ম্যাচটিতে ছয় ওভারে ৪২ রানের বিনিময়ে মাত্র একটি উইকেট নেন। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি। এবার ওয়ানডের পর টেস্ট ক্রিকেটে অভিষেকের সামনে দাঁড়িয়ে কামিন্স।

প্রথম টেস্টের ও. ইন্ডিজ দল: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রাথওয়েট (সহ-অধিনায়ক), দেবেন্দ্র বিশু, জার্মেইন ব্ল্যাকউড, কার্লোস ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, রাজেন্দ্র চন্দ্রিকা, রোস্টন চেজ, মিগুয়েল কামিন্স, শেন ডউরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, লিওন জনসন, মারলন স্যামুয়েলস।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।