ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তান অভদ্রদের দেশ: ওয়াহাব রিয়াজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
পাকিস্তান অভদ্রদের দেশ: ওয়াহাব রিয়াজ

ঢাকা: মাঠে নেমেছে পাকিস্তান আর ইংল্যান্ড। একাদশে আছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ।

তবে, ইংলিশদের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে এই পেসার জানান, পাকিস্তান অভদ্রদের দেশ!

 

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে ওয়াহাব রিয়াজের এমন মন্তব্য অবশ্য ভিন্ন কারণে। যে লর্ডসে ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে ২০১০ সালে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির জেল খেটেছিলেন, নির্বাসন কাটিয়ে সেই লর্ডসেই আবারো তার  টেস্টে প্রত্যাবর্তন হয়েছে। তবে, দ্বিতীয়বারের মতো ক্রিকেটে ফেরার সুযোগ করে দেয়ায় সন্তুষ্ট ছিলেন না ইংলিশ ক্রিকেটাররা।

ইংলিশদের পক্ষ থেকে আমিরের বিষয়টি ভালোভাবে মেনে নিতে না পারায় চটেছেন রিয়াজ। তিনি জানান, আমাদের সঙ্গে যদি অভদ্র আচরণের ব্যাপার আসে, তবে এ ইস্যুতে পাকিস্তানকে কেউ হারাতে পারবে না। প্রয়োজনে আমাদের চেয়ে অভদ্র আর কেউ হতে পারবে না।

রিয়াজ আরও জানান, পাকিস্তানের ক্রিকেটাররা এমনিতে অনেক ভালো। কিন্তু কেউ যদি আমাদের সঙ্গে অভদ্র আচরণ করে, আমরা তাদের ছেড়ে দেব না। এ ক্ষেত্রে পাকিস্তান অভদ্রদের দেশ! যখন দরকার হয় তখন আমরা সর্বোচ্চ অভদ্র হতে পারি।

ফিক্সিং কাণ্ডের ঘটনায় আমির অনুতপ্ত জানিয়ে রিয়াজ জানান, আমিরের জীবনে এটা একটা হতাশাজনক অধ্যায়। যেটা অতীত হয়ে গিয়েছে। তার এখন বর্তমান নিয়ে ভাবার সময়। কিন্তু, কেউ যদি তাকে অথবা পাকিস্তানি কোনো ক্রিকেটারকে আক্রমণ করে বসে, তবে পরিষ্কার জানিয়ে দিতে চাই পাল্টা জবাব দেব আমরা।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, ১৪ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।