ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মিসবাহর অনন্য সেঞ্চুরিতে পাকিস্তানের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
মিসবাহর অনন্য সেঞ্চুরিতে পাকিস্তানের দিন ছবি: সংগৃহীত

ঢাকা: টেস্ট সিরিজ শুরুর আগে একটি কথাই বারেবারে উঠে আসছিল। লর্ডসে মোহাম্মদ আমিরের প্রত্যাবর্তন।

পাকিস্তানের পেস সেনসেশনের এখনো বল হাতে নেওয়া হয়নি। তবে অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে পুরো আলোটাই নিজের করে নিয়েছেন মিসবাহ উল হক।

ইংল্যান্ডের মাটিতে নিজের প্রথম টেস্টেই অপরাজিত শতক হাঁকিয়ে মাঠ ছাড়েন মিসবাহ। অধিনায়কের ব্যাটে ভর করে লর্ডস টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৮৭ ওভারে ৬ উইকেটে ২৮২ রান। পূর্ণ টেস্ট সদস্য দেশগুলোর একমাত্র ইংল্যান্ডই ছিল যেখানে এর আগে কখনোই টেস্ট ম্যাচ খেলা হয়নি মিসবাহর।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫১ রানের মধ্যে দুই ওপেনার শান মাসুদ (৭) ও মোহাম্মদ হাফিজের (৪০) উইকেট হারায় সফরকারীরা। আজহার আলীও ৭ রান করে সাজঘরে ফেরেন। অভিজ্ঞ ইউনুস খানকে (৩৩) মঈন আলীর ক্যাচে পরিণত করেন স্টুয়ার্ট ব্রড।

আসাদ শফিককে সঙ্গে নিয়ে দলের হার ধরেন মিসবাহ। এ দু’জনের পঞ্চম উইকেট জুটিতে আসে ১৪৮। ব্যক্তিগত ৭৩ রানে আউট হন শফিক। অন্য প্রান্তে টেস্ট ক্যারিয়ারের ৬২তম ম্যাচে এসে দশম সেঞ্চুরি তুলে নিয়ে ১১০ রানে অপরাজিত থাকেন মিসবাহ।

এর মধ্য দিয়ে সবচেয়ে বয়স্ক (৪২ বছর ৪৭ দিন) অধিনায়ক হিসেবে টেস্ট শতকের নতুন রেকর্ড গড়েন মিসবাহ। এতোদিন যা ছিল সাবেক অজি অলরাউন্ডার বব সিম্পসনের (৪১ বছর ৩৫৯ দিন, ১৯৭৭-৭৮) দখলে।

ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস উকস একাই চারটি উইকেট দখল করেন। একটি করে নেন ব্রড ও জেক বল।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।