ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ার্নকে পেছনে ফেললেন রেকর্ডধারী ইয়াসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
ওয়ার্নকে পেছনে ফেললেন রেকর্ডধারী ইয়াসির ওয়ার্ন ও ইয়াসির-ছবি:সংগৃহীত

ঢাকা: লর্ডস টেস্টে চমকই দেখালো পাকিস্তান। ইংল্যান্ডকে ৭৫ রানে হারিয়ে দীর্ঘ ২০ বছর পর ক্রিকেটের তীর্থে জয় পেল দলটি।

আর এ জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন ম্যাচ সেরার পুরস্কার পাওয়া লেগ স্পিনার ইয়াসির শাহ। সেই সঙ্গে নতুন দুটি রেকর্ডের মালিকও হন তিনি।

 

প্রথম ইনিংসে ছয় উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়ে পুরো টেস্টে ১০ উইকেট দখল করেন ইয়াসির। ফলে ইতিহাসে দ্বিতীয় লেগ স্পিনার হিসেবে লর্ডসে ১০ উইকেটের কীর্তি ওঠে তার গলায়। এর আগে ১৯৪৭ সালে ইংলিশ লেগ স্পিনার ডাগ রাইট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবার ১০ উইকেট পেয়েছিলেন।

 

এদিকে পাকিস্তানের জয়ের দিন কিংবদন্তি অস্ট্রেলিয়ার লেগ স্পিনার শেন ওয়ার্নকে পেছনে ফেলেন ডানহাতি তারকা ইয়াসির। বিদেশি কোন বোলার হিসেবে ইয়াসিরের পারফরম্যান্স লর্ডসে সবচেয়ে বড় কীর্তি। এর আগে ওয়ার্ন ১৯৯৩ সালে লেগ স্পিনার হিসেবে সর্বোচ্চ আট উইকেট পেয়েছিলেন।

ইয়াসির এখন পর্যন্ত ১৩ টেস্টে ৮৬টি উইকেট নিয়েছেন। যা যেকোন বোলার হিসেবে সর্বোচ্চ। আরেক পাকিস্তানি মোহাম্মদ আসিফ ১৩ টেস্টে এর আগে ৬৮টি উইকেট নিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, ১৭ জুলাই, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।