ঢাকা: বেশ কয়েকমাস ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে বাংলাদেশ। আগামী অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা।
প্রিমিয়ার লিগ ক্রিকেটের ব্যস্ততা শেষে লম্বা ছুটি কাটিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ছেন ক্রিকেটাররা। ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বুধবার (২০ জুলাই) থেকে শুরু হচ্ছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ানের তত্ত্বাবধানে শুরু হবে এই ক্যাম্প।
ক্যাম্প শুরুর আগে জাতীয় দলের অনেক ক্রিকেটারই নিজ উদ্যোগে অনুশীলন শুরু করেছেন। বাংলাদেশ দলের টেস্ট ওপেনার ইমরুল কায়েস নিজেকে ঝালিয়ে নিতে বুধবার এসেছিলেন শের-ই-বাংলা স্টেডিয়ামের জিমে। কিছুক্ষণ কাজ করার পর মুখোমুখি হন সংবাদমাধ্যমের।
বর্তমান সময়কে ফিটনেসে উন্নতির সবচেয়ে ভালো সময় বলে জানান এই ব্যাটসম্যান। সংবাদমাধ্যমের সঙ্গে ইমরুল কায়েসের কথোপকথন প্রশ্নোত্তর আকারে পাঠকদের জন্য তুলে ধরা হলো।
প্রশ্ন: ইংল্যান্ড সিরিজের আগে ক্যাম্পে লম্বা সময় কাজ করার সুযোগ থাকছে। আপনার পরিকল্পনা কী?
ইমরুল: অনেকদিন পর আবার ফিটনেস ক্যাম্প করছি। কারণ এরকম সুযোগ সবসময় আসে না। একবার ফিটনেস ক্যাম্প করলে হয়তো এক-দুই বছর খুব ভালোভাবে ক্রিকেট খেলা যায়। তো আমার মনে হয় প্রত্যেকটা খেলোয়াড়ই গুরুত্বের সাথে ক্যাম্পটা করবে। নিজেদের ক্যারিয়ার এবং ফিটনেসের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন: সামনে টানা ক্রিকেট সূচি আছে। সেক্ষেত্রে এই ক্যাম্প কতোটা উপকারী হবে?
ইমরুল: আমাদের সামনে যে খেলাগুলো আছে, পরবর্তী বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে নিউজিল্যান্ড সফর। এর আগে আয়ারল্যান্ডের সাথে খেলা আছে। এখন সবচেয়ে ভালো সময় ফিটনেসে উন্নতি করার জন্য।
প্রশ্ন: ফিটনেস ট্রেনিংয়ের পর আর কি নিয়ে কাজ করবেন?
ইমরুল: আমি এখনও নিশ্চিত নই। আমার মনে হয় ফিটনেস ক্যাম্পের পর ব্যাটিং স্কিল নিয়ে কাজ করবো। তারপর বিসিবি সিদ্ধান্ত নেবে বিসিএল খেলবো নাকি সামনে কোনো আন্তর্জাতিক দলের চ্যালেঞ্জ পাব।
প্রশ্ন: স্কিল ট্রেনিংয়ের সময় হাতুরুসিংহে সহ অন্যান্য কোচরা চলে আসবেন। এর আগে প্রিমিয়ার লিগ খেলেছেন। সেখানে নিশ্চয়ই স্কিল বা ফর্মে ফেরার চেষ্টা ছিলো?
ইমরুল: পেশাদার খেলোয়াড়রা সবসময় নিজেদের স্কিলে উন্নতি নিয়ে আসার চেষ্টা করে। কেননা খেলাধুলা থেকে একটু অবসরে গেলেই কিছুটা ঘাটতি পড়ে যায়। তাই ফিটনেস ক্যাম্পের পর স্কিল নিয়ে কাজ করাটা খুব ইতিবাচকই হবে।
বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, ১৮ জুলাই ২০১৬
এসকে/এমআরপি