ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বড়দের দেখে ছোটদের গাইডলাইন নিতে বললেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
বড়দের দেখে ছোটদের গাইডলাইন নিতে বললেন মাশরাফি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ন ছুটি কাটিয়ে এখনও দেশে না ফেরায় স্থানীয় ট্রেনারের তত্ত্বাবধানে বুধবার (২০ জুলাই) থেকে মিরপুরে শুরু হয়েছে মাশরাফি-মুশফিকদের কন্ডিশনিং ক্যাম্প। অক্টোবরের ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে বেশ আগেভাগেই শুরু হয়ে গেল এবারের ক্যাম্পটি।

ক্যাম্পের প্রথমদিকে মূল ট্রেনারের অনুপস্থিতি কোনো প্রভাব ফেলছে না বরং এই সময়কে নিজেদের যত্ন (শারীরিক) নিতে শেখার সুযোগ বলে মনে করছেন বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা,  ‘প্লেয়াররা শিখেছে নিজেদের উন্নতি নিজেদেরকেই করতে হয়। আমিসহ নিজেদের যত্ন নিতে শেখার এটা একটা ভালো সুযোগ। নিজে নিজে পুশ করার। একটা ক্যারেক্টার গ্রো করার গ্রেট সুযোগ প্রত্যেকটা ক্রিকেটারের জন্য। ’
 
ক্যাম্পের জন্য প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছে ৩০ ক্রিকেটারকে। এদের মধ্যে বেশিরভাগ ক্রিকেটারই তরুণ। মারিও না থাকায় দলের সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব একটু বেশিই বলে মনে করেন মাশরাফি।  

সিনিয়র কয়েকজন ক্রিকেটারের নাম উল্ল্যেখ করে জুনিয়রদের তাদের দেখে গাইডলাইন নেয়ার পরামর্শ দেন মাশরাফি, ‘সিনিয়রদের অবশ্যই একটা দায়িত্ব থাকবে। এখন টিমে যারা আছে- মুশফিক, রিয়াদ, তামিম, সাকিব তো বাইরে আছে। যারা বাইরে থেকে এসেছে শাহরিয়ার নাফিস, রকিবুল প্রত্যেকে কিন্ত ফিট। তাদের দেখলে বোঝা যায় তারা ফিট। তাদেরকে আলাদা করে কিছু বলার নাই। আমি মনে করি জুনিয়র প্লেয়াররা এদেরকে দেখে যেন ওই গাইডলাইনটা নেয়। ’

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।