ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজের দুর্দান্ত কিছু ডেলিভারির ভিডিও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
মোস্তাফিজের দুর্দান্ত কিছু ডেলিভারির ভিডিও

ঢাকা: ইংলিশ কাউন্টিতে সাসেক্সের হয়ে স্বপ্নের অভিষেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। নিজের প্রথম ম্যাচেই টেবিলের শেষের দিকে থাকা সাসেক্সকে ২৪ রানে জেতাতে ম্যাচের নায়ক কাটার এই মাস্টার।

৪ ওভারে মাত্র ২৩ রান খরচায় এই পেসার তুলে নিয়েছেন চার ব্যাটসম্যানকে।

জাতীয় দল আর আইপিএলের দল হায়দ্রাবাদের মতো কাউন্টিতেও মোস্তাফিজ খেলেছেন নিজের পছন্দের ৯০ নম্বর জার্সি গায়ে।

আগে ব্যাট করে সাসেক্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। জবাবে, মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ৮ উইকেট হারিয়ে এসেক্স ১৭৬ রানেই থেমে যায়। দলকে জেতানোয় ম্যাচ সেরা পুরস্কার ওঠে মোস্তাফিজের হাতে।

২০১ রানের টার্গেটে নেমে এসেক্স ব্যাটসম্যানরা কোনো কূল-কিনারা খুঁজে পাননি মোস্তাফিজের দুর্দান্ত সব ডেলিভারির। তার স্লোয়ার, কাটার আর ইয়র্কারে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা ১৫টি বল থেকে কোনো রানই নিতে পারেননি। ৫.৭৫ ইকোনমি রেটে বল করে বাংলাদেশি এই পেসার ম্যাচ সেরার পুরস্কার জেতেন। মোস্তাফিজের শিকারে সাজঘরে ফেরেন বোপারা, ডয়েসকাট, জেমস ফস্টার আর কালাম টেইলর। এছাড়া, ইনিংসের দ্বিতীয় ওভারে মোস্তাফিজের হাতে ধরা পড়েন ওপেনার নিক ব্রাউন।

সাসেক্স দলপতি লুক রাইট মোস্তাফিজের হাতে বল তুলে দেন ইনিংসের ষষ্ঠ ওভারে। নিজের প্রথম ওভারে কোনো উইকেট নিতে না পারলেও টাইগার পেসার মাত্র ৪ রান খরচ করেন। এরপর লম্বা বিরতী দিয়ে ইনজুরি কাটিয়ে ফেরা মোস্তাফিজের হাতে লুক রাইট ইনিংসের ষোলোতম ওভারে বল তুলে দেন। মাত্র ২ রান খরচ করে টাইগার পেসার তুলে নেন রবি বোপারাকে। ১৮তম ওভারে ১১ রান দিলেও (৪ রান অতিরিক্ত খাত থেকে) সাজঘরে পাঠান টেইলর আর ফস্টারকে। ফলে, তার প্রথম তিন ওভারে ১৩ রান নিতে পারে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। আর নিজের ও দলের শেষ ওভারে ১০ রান খরচ করে মোস্তাফিজ তুলে নেন ডয়েসকাটের উইকেট।

‘হি ইজ এ্যা ভেরি স্পেশাল বোলার’ এসেক্সের বিপক্ষে জয়ের নায়ক মোস্তাফিজকে এভাবেই প্রশংসার জোয়ারে ভাসিয়েছেন সাসেক্স অধিনায়ক লুক রাইট। আইপিএল জয় করার পর ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টিতে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিংয়ে ক্রিকেট বিশ্বকে মন্ত্রমুগ্ধ করে রাখেন মোস্তাফিজ।

এসেক্সের বিপক্ষে চোখ ধাঁধানো বোলিং প্রদর্শনের পর মোস্তাফিজ খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। শুক্রবারই (২২ জুলাই) যে সারের বিপক্ষে মাঠে নামছে সাসেক্স। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ম্যাচটি শুরু হবে।

পাকিস্তানের পিএসএল, ভারতের আইপিএলের পর ক্রিকেটের জনক ইংল্যান্ডেও খেলার সুযোগ পেয়েছেন টাইগার এই পেসার। তবে, আইপিএলের আসরে শিরোপা জেতা এই বিস্ময়বালক খেলতে পারলেও পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসএলে ইনজুরির কারণে খেলতে পারেননি। এবার ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে সাসেক্সের হয়ে অভিষেক হওয়া এই কাটার মাস্টারের চোখ ইংলিশ কাউন্টির শিরোপা।

মোস্তাফিজের দুর্দান্ত কিছু ডেলিভারির ভিডিও:

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ২২ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।