ঢাকা: ক্রিকেটের জনকখ্যাত ইংল্যান্ডেও খেলার সুযোগ পেয়েছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলের আসরে প্রথমবার খেলে শিরোপা জেতা এই বিস্ময়বালক ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টেসাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে অভিষেক ম্যাচেই নায়ক হয়েছেন।
এই কাটার মাস্টারকে নিজেদের দ্বিতীয় ম্যাচেও মাঠে নামালো সাসেক্স। সারের বিপক্ষে নিজের দ্বিতীয় ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই স্কোয়াডে রয়েছেন মোস্তাফিজ। তার দিকেই তাকিয়ে থাকতে হচ্ছে লুক রাইটের নেতৃত্বাধীন দলটিকে।
ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সারের দলপতি গ্যারেথ বাট্টি।
ইংল্যান্ডের প্রাচীনতম কাউন্টি দলটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার পর চেমসফোর্ডে এসেক্স ইগলসের বিপক্ষে ম্যাচ দিয়েমোস্তাফিজের অভিষেক ঘটে ইংল্যান্ডের মাটিতে।
অভিষেক ম্যাচে মোস্তাফিজ ৪ ওভার বল করে মাত্র ২৩ রান খরচ করেন। তুলে নেন সর্বোচ্চ চারটি উইকেট। তার দুর্দান্ত সব ডেলিভারিতে অসহায় ছিল এসেক্সের ব্যাটসম্যানরা। ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচও হন টাইগার এই পেসার।
মোস্তাফিজের শিকারে সাজঘরে ফেরেন বোপারা, ডয়েসকাট, জেমস ফস্টার আর কালাম টেইলর। এছাড়া, ইনিংসেরদ্বিতীয় ওভারে মোস্তাফিজের হাতে ধরা পড়েন ওপেনার নিক ব্রাউন। সেই ম্যাচে সাসেক্স দলপতি লুক রাইটমোস্তাফিজের হাতে বল তুলে দেন ইনিংসের ষষ্ঠ ওভারে। নিজের প্রথম ওভারে কোনো উইকেট নিতে না পারলেওটাইগার পেসার মাত্র ৪ রান খরচ করেন। এরপর লম্বা বিরতি দিয়ে ইনজুরি কাটিয়ে ফেরা মোস্তাফিজের হাতে লুকরাইট ইনিংসের ষোলোতম ওভারে বল তুলে দেন। মাত্র ২ রান খরচ করে টাইগার পেসার তুলে নেন রবি বোপারাকে। ১৮তম ওভারে ১১ রান দিলেও (৪ রান অতিরিক্ত খাত থেকে সাজঘরে পাঠান টেইলর আর ফস্টারকে। ফলে, তারপ্রথম তিন ওভারে ১৩ রান নিতে পারে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা। আর নিজের ও দলের শেষ ওভারে ১০ রান খরচকরে মোস্তাফিজ তুলে নেন ডয়েসকাটের উইকেট।
মোস্তাফিজ তৃতীয় বাংলাদেশি হিসেবে ইংল্যান্ডের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে এইটুর্নামেন্টে খেলেছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে, ঐতিহ্যবাহী এই দলটিতে নাম লেখানোবাংলাদেশের প্রথম ক্রিকেটার মোস্তাফিজ। উস্টারশায়ারের হয়ে ওয়ানডে কাপ ও টি-টোয়েন্টি খেলার পাশাপাশিকাউন্টি চ্যাম্পিয়নশিপেও খেলেছেন সাকিব। তামিম নটিংহ্যামশায়ারের হয়ে খেলেছেন টি-টোয়েন্টিতে।
১৮ দলের পয়েন্ট টেবিলে সাউথ গ্রুপে ১২ ম্যাচে পাঁচ জয় ও পাঁচ হারে ১২ পয়েন্টে চার নম্বরেসাসেক্স। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়। এক ম্যাচ বেশি খেলা গ্লোচেস্টারশায়ার ৯ জয়ে ১৯ পয়েন্ট নিয়েশীর্ষে।
সাসেক্স একাদশ: ক্রিস নাশ, লুক রাইট, সল্ট, ক্রেইগ কাচোপা, ম্যাট মাচান, ক্রিস জর্ডান, হ্যারি ফিঞ্চ, জোফরা আরচার, উইল বির, ড্যানি ব্রিগস এবং মোস্তাফিজুর রহমান।
সারে একাদশ: জ্যাসন রয়, অ্যারন ফিঞ্চ, ডোমিনিক সিবলি, আজহার মেহমুদ, ররি বার্নস, ক্রিস মরিস, স্যাম কুরান, বেন ফোকস, টম কুরান, গ্যারেথ বাট্টি এবং ডার্নবাচ।
বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ২২ জুলাই ২০১৬
এমআরপি