ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

রানের পাহাড় গড়লো টিম ইন্ডিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
রানের পাহাড় গড়লো টিম ইন্ডিয়া

ঢাকা: অ্যান্টিগা টেস্টে রান পাহাড়ে সফরকারী ভারত। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে বিরাট কোহলিরা ৮ উইকেট হারিয়ে তোলে ৫৬৬ রান।

ইনিংস ঘোষণার পর ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিকরা এক উইকেট হারিয়ে ৩১ রান তুলেছে। ফলে, টিম ইন্ডিয়ার থেকে আরও ৫৩৫ রান পিছিয়ে ক্যারিবীয়রা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিন পর্যন্ত ব্যাট করে সফরকারীরা। শেষ সেশনটা জমা রাখে স্বাগতিকদের জন্য। আগের দিন ওপেনার মুরালি বিজয় ৭ রান করে বিদায় নেন। আরেক ওপেনার শিখর ধাওয়ান করেন ৮৪ রান। তিন নম্বরে নামা পুজারার ব্যাট থেকে আসে ১৬ রান।

দলপতি কোহলি ২০০ রান করে সাজঘরে ফেরেন। এটি ক্যারিয়ারে তার প্রথম ডাবল শতক। ভারতীয় কোনো অধিনায়ক হিসেবে কোহলির বিদেশের মাটিতেও এটাই সর্বোচ্চ স্কোর। আজিঙ্কা রাহানে ২২ রান করে ফেরেন।

অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও শতক হাঁকান। তার ২৫৩ বলের ইনিংসে ছিল ১২টি চারের মার। ১১৩ রান করে বিদায় নেন অশ্বিন। রিদ্ধিমান শাহার ব্যাট থেকে আসে ৪০ রান। আর অমিত মিশ্র করেন ৫৩ রান। ১৭ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ শামি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট পান দেবেন্দ্র বিশু এবং ক্রেইগ ব্রাথওয়েইট। এছাড়া, দুটি উইকেট দখল করেন গ্যাব্রিয়েল।

ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় ওপেনার চান্দ্রিকা ব্যক্তিগত ১৬ রান করে বিদায় নেন। ক্রেইগ ব্রাথওয়েইট ১১ ও নাইটওয়াচম্যান দেবেন্দ্র বিশু শূন্য রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিংয়ে নামবেন। মোহাম্মদ শামি ভারতের হয়ে একমাত্র উইকেটটি পান।

বাংলাদেশ সময়: ০৩১৫ ঘণ্টা, ২৩ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।