ঢাকা: মুত্তিয়া মুরালিধরন অস্ট্রেলিয়ার বোলিং পরামর্শক হিসেবে কাজ করছেন। তবে এমনটি যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি)।
মুরালির হয়ে কথা বলা সাঙ্গাকারা লঙ্কান বোর্ডের এক রকম সমালোচনা করেই টুইটারে লেখেন, ‘মুরালি শ্রীলঙ্কার কিংবদন্তি। সুতরাং তাকে কোনো কিছু প্রমাণ করতে হবে না। সে তার দেশকে ভালোবাসে। সে বর্তমানে মুক্ত আছে তাই যেখানে ইচ্ছে কোচিং করাতে পারে। ’
ক্রিকেট বিশ্বের সেরা ব্যাটসম্যান আরও বলেন, ‘যদি এসএলসি তাকে লঙ্কান কোচের প্রস্তাব দিতো, তবে অবশ্যই সে রাজি হতো। সে দেশের হয়ে মাঠে ও মাঠের বাইরে সেরা ক্রিকেটার ছিল। আমরা তার জন্য গর্বিত। ’
অন্য আরেক টুইটে লঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা বলেন, ‘মুরালি সম্পর্কে এসএলসি’র মন্তব্যে আমি হতাশ। গত কয়েক মাস আগে আমিও এমন পরিস্থিতির শিকার হয়েছিলাম। মুরালির নিজেকে প্রমাণ করার কিছু নেই । ’
মুরালির অজিদের কোচ হওয়া প্রসঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেটের প্রেসিডেন্ট থিলাঙ্গা সুমাথিপালা ব্যাপক হতাশার কথা জানিয়ে বলেছিলেন, ‘মুরালি খেলোয়াড় থাকা অবস্থায় আমরা তাকে বহুবার রক্ষা করেছি। পেশাদারী দিক থেকে দেখলে অস্ট্রেলিয়ার সঙ্গে সে কাজ করলে আমাদের কোনো সমস্যা নেই। তবে নৈতিকতার একটা ব্যাপার রয়েছে। ’
দু’দলের প্রথম টেস্ট খেলা হচ্ছে মুরালির হোম গ্রাউন্ড পাল্লেকেলের ক্যান্ডিতে। আর সেখানে অজি দল নিয়ে অনুশীলনের চেষ্টা করলে মাঠের কর্মীদের সঙ্গে মুরালির বাকবিতন্ডা হয়। পরে এসএলসি ক্রিকেট অস্ট্রেলিয়াকে মুরালির নামে অভিযোগ দেয়।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৬ জুলাই, ২০১৬
এমএমএস