ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মাশরাফিদের নিয়ে কাজ করবেন আকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
মাশরাফিদের নিয়ে কাজ করবেন আকিব

ঢাকা: হিথ স্ট্রিকের বিদায়ের পর বোলিং কোচ খুঁজতে গিয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, হিথ স্ট্রিকের উত্তরসূরি হিসেবে তাদের পছন্দ পাকিস্তানের আকিব জাভেদ। জাতীয় দলের নতুন পেস বোলিং কোচ কে হচ্ছেন, সেটি এখনো নিশ্চিত করে বলা না হলেও আকিব জাভেদকে জাতীয় দলের সঙ্গে স্বল্প মেয়াদে কাজ করতে দেখা যাবে।

টাইগারদের বোলিং কোচ আসার আগেই এক সপ্তাহের জন্য জাতীয় দলের বোলাররা পাচ্ছেন পাকিস্তানের সাবেক পেসার ও সংযুক্ত আরব আমিরাতের কোচ আকিব জাভেদকে।

বিসিবি থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও জানা যায়, হাই পারফরমেন্স (এইচপি) ইউনিটের পেসারদের পরামর্শক হিসেবে ২৯ জুলাই ঢাকায় আসবেন আকিব। এক সপ্তাহের ট্রেনিং করাতেই তার ঢাকায় আসা।

এইচপির পেসারদের সঙ্গে কাজ করার ফাঁকে তাসকিন, রুবেল, শফিউল, মাশরাফিদের নিয়ে কাজ করবেন তিনি।

হিথ স্ট্রিক চলে যাওয়ার পর শূন্যই রয়ে গেছে মাশরাফি-তাসকিন-রুবেলদের বোলিং কোচের পদটি। প্রথম দিকে আকিব জাভেদের নাম আসলেও সে সময় তিনি জানিয়ে দিয়েছিলেন, এ ব্যাপারে আগ্রহ নেই তার। কারণ হিসেবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে দায়িত্ব নেয়ার কথা বিসিবিকে জানান।

তবে পূর্ণকালীন দায়িত্ব নিতে আগ্রহ না দেখালেও বাংলাদেশে স্বল্প মেয়াদে কাজ করার আগ্রহের কথা তখনই জানিয়ে রেখেছিলেন তিনি। ফলে, বিসিবি তাকে হাই পারফরমেন্স উইনিটের (এইচপি) বোলিং পরামর্শক হিসেবে কাজ করতে প্রস্তাব দেয়।

আকিব জাভেদ ছাড়াও জাতীয় দলের জন্য বোর্ডের পছন্দের তালিকায় ছিলেন শ্রীলঙ্কার সাবেক পেসার চামিন্দা ভাস, চম্পকা রামানায়েকে ও ভারতের ভেঙ্কটেশ প্রসাদ।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।