ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাল্লেকেলেতে প্রথম দিনেই ১২ উইকেটের পতন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
পাল্লেকেলেতে প্রথম দিনেই ১২ উইকেটের পতন ছবি: সংগৃহীত

ঢাকা: সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ন-মুরালিধরন ট্রফি চলতি টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে নিজেদের মাটিতেই মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। পরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়ে সফরকারী অস্ট্রেলিয়া ৬৬ রান তুলেছে।

ফলে, ম্যাচের প্রথম দিন মোট ১২ উইকেটের পতন হয়।

পাল্লেকেলেতে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অজি দলপতি স্টিভেন স্মিথ। ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ওপেনার করুনারত্নে ৫, কুশল সিলভা ৪, কুশল মেন্ডিস ৮, দিনেশ চান্দিমাল ১৫ আর দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৫ রান করে বিদায় নেন।

২০০৬ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্টে লঙ্কানদের টপঅর্ডারের পাঁচ ব্যাটসম্যান ব্যক্তিগত ১৫ রানের বেশি করতে পারেননি। এই টেস্টেও এর পুনরাবৃত্তি দেখা গেল।

ব্যাটিং উইকেটে লঙ্কানদের হয়ে ইনিংস সর্বোচ্চ রান আসে অভিষিক্ত ধনঞ্জয় ডি সিলভার ব্যাট থেকে। অভিষিক্ত ডি সিলভা ২৪ রান করে বিদায় নেন। আরেক অভিষিক্ত লক্ষণ সান্দাকান ১৯ রানে অপরাজিত থাকেন। ২০০৩ সালের পর লঙ্কান দলে সাদা পোশাকে একই ম্যাচে দু’জন ক্রিকেটারের একসঙ্গে অভিষেক ঘটলো। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে লোকুরচ্চি আর নিশানকার একসঙ্গে অভিষেক ঘটেছিল ১৩ বছর আগে।

এছাড়া, কুশল পেরেরা ২০, দিলরুয়ান পেরেরা ০, রঙ্গনা হেরাথ ৬ আর নুয়ান প্রদীপ ০ রানে বিদায় নেন।

অজি বোলারদের হয়ে তিনটি করে উইকেট নেন নাথান লিওন এবং জোস হ্যাজেলউড। এছাড়া, দুটি করে উইকেট দখল করেন মিচেল স্টার্ক এবং স্টিভ ও’কেফি।

নিজেদের ইনিংসে ব্যাটিংয়ে নেমে অজিরা বৃষ্টির বাধার আগে মাত্র ২০ ওভার পর্যন্ত ব্যাটিংয়ের সুযোগ পায়। ওপেনার জো বার্নস (৩) আর ডেভিড ওয়ার্নার (০) দ্রুত ফিরে গেলে দলীয় মাত্র ৭ রানে দুই উইকেট হারায় অজিরা। তবে, উসমান খাজা ২৫ ও দলপতি স্টিভেন স্মিথ ২৮ রান করে সাময়িক বিপদ সামলে উঠেন। দু’জনই ম্যাচের দ্বিতীয় দিন অপরাজিত থেকে মাঠে নামবেন।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।