ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টেস্ট নিয়ে ভাবছেন সাব্বির

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
টেস্ট নিয়ে ভাবছেন সাব্বির

ঢাকা: ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নিজেকে প্রমাণ করেছেন আগেই। অভিষেকের পর থেকেই বাংলাদেশ দলের হয়ে টানা খেলে চলেছেন টপঅর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান।

ধারাবাহিক পারফরমেন্স দিয়ে  সুনামও কুড়াচ্ছেন।

সাব্বিরের ভাবনায় এবার বড় দৈর্ঘ্যের টেস্ট ক্রিকেট, ‘একজন ক্রিকেটারের মূল ব্যাপার হলো টেস্ট খেলা। টেস্টেই একজন ক্রিকেটারের ভালো-মন্দ বোঝা যায়। আমিও সেভাবেই চিন্তা করি। ’

সাদা পোশাকে সুযোগ পেলে ওয়ানডে, টি-টোয়েন্টির মতোই ভালো কিছু করে দেখাতে চান এ ডানহাতি ব্যাটসম্যান, ‘এখন পর্যন্ত ওয়ানডে, টি-টোয়েন্টিতে যতোটা সম্ভব ভালো কিছু করেছি। সামনে সুযোগ এলে টেস্টেও সে রকম কিছু করার স্বপ্ন দেখি। ’

সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেটে তিন-চারে সাব্বির ব্যাট করেন। তবে টেস্টে কয় নম্বরে ব্যাটিং করলে ভালো হবে সেটি নিয়ে ভেবেছেন তিনি, ‘টেস্টের প্রথম ১০-১২ ওভার বল খুব মুভ করে। ফলে এক বা দুই নম্বরে নামা ব্যাটসম্যানরা কিছু সমস্যার মুখে পড়েন। তবে যারা পাঁচ বা ছয় নম্বরে ব্যাটিং করে তাদের স্পিন খেলতে হয়, সে সময় পেসারদের বলেও মুভমেন্ট থাকে। নিজের পছন্দের জায়গার কথা বললে বলবো, আমার জন্য হয়তো পাঁচ বা ছয় নম্বর জায়গাই বেশি ভালো হবে। তবে দলের প্রয়োজনে অধিনায়ক ও কোচ আমাকে যেখানে খেলাতে চাইবেন আমি সেখানেই খেলার চেষ্টা করবো এবং চেষ্টা করবো ভালো কিছু করার। ’

অক্টোবের ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ। তিনটি ওয়ানডের সঙ্গে আছে দুটি টেস্ট। তার আগে সেপ্টেম্বরে শুরু হবে বড় দৈর্ঘ্যের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া আসর বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। টেস্ট দলে নির্বাচকদের বিবেচনায় থাকতে বিসিএলকে টার্গেট করছেন সাব্বির রহমান, ‘সামনে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ আছে। পরে আরও সিরিজ আছে। বিসিএল এই কারণেই আমার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিসিএলে ভালো কিছু করতে পারলে হয়তো টেস্ট দলে আমার ডাক আসতে পারে। চেষ্টা করবো বিসিএলে ভালো কিছু করার। ’

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ২৬ জুলাই ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।