ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফেনীতে ক্ষুদে ক্রিকেটারদের প্রশিক্ষণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
ফেনীতে ক্ষুদে ক্রিকেটারদের প্রশিক্ষণ শুরু ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীতে অনুর্ধ্ব-১২ ক্রিকেটারদের ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে এ প্রশিক্ষণ শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আমির হোসেন বাহার।

জেলা ক্রিকেট উপ কমিটির যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়া সংস্থার সদস্য চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক স্টার লাইনের উপদেষ্টা সম্পাদক আসাদুজ্জামান দারা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজম চৌধুরী, দেলোয়ার হোসেন ডালিম, আমজাদ হোসেন বিপ্লব, দৈনিক দৃষ্টান্ত সম্পাদক দিলদার হোসেন স্বপন প্রমুখ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় ও ফেনী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ৭ দিনব্যাপী এ কর্মসূচিতে জেলা ক্রিকেট কোচ রিয়াজ উদ্দিন রবিনের তত্ত্বাবধানে অনুর্ধ্ব-১২ বছরের ১৬ জন ক্রিকেটার অংশ নিচ্ছে।

জেলার মোট ৩২ জন ক্ষুদে ক্রিকেটারের মধ্য থেকে বাছাই করে ওই ১৬ জনকে প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।