ঢাকা: প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্সের সুবাদেই বাংলাদেশের ওয়ানডে দলে সুযোগ পান মোসাদ্দেক হোসেন সৈকত। ব্যাটে-বলে জ্বলে ওঠে আবাহনীর শিরোপা জয়ে মোসাদ্দেক রেখেছেন গুরুত্বপূর্ন অবদান।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক ঘটে এ মিডলঅর্ডার ব্যাটসম্যান কাম অফস্পিনারের। প্রথম ম্যাচে নেমেই ব্যাট হাতে খেলেন ৪৫ রানের অপরাজিত ইনিংস। পরে বল হাতে নেন দুই উইকেট।
ইংল্যান্ডের বিপক্ষেও ওয়ানডে স্কোয়াডে আছেন সম্ভাবনাময় এ তরুণ অলরাউন্ডার। মিরপুরে আজ (সোমবার, ০৩ অক্টোবর) অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে অভিষেক ম্যাচের প্রসঙ্গও উঠে এলো।
মোসাদ্দেক জানালেন, দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে নির্ভার করে দিয়েছিলেন, ‘আসলে অভিষেক ম্যাচের আগে কোচ আমাকে বলে দিয়েছিলেন যে প্রথম ম্যাচ, পারফরম্যান্স নিয়ে চিন্তা করো না। তোমার স্বাভাবিক খেলাটা খেলো, উপভোগ করো। আবাহনীতে যেভাবে খেলেছো, সেভাবেই খেলার চেষ্টা করো। এখানে তোমার পরফরম্যান্স গুরুত্বপূর্ণ নয়, আজকের ম্যাচটা উপভোগ করো-আমিও উপভোগ করার চেষ্টা করেছি। ’
প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্সের পর নিজের ওপর আত্মবিশ্বাস জমাট বেধেছিল বলে জানান এ তরুণ, ‘আসলে প্রিমিয়ার লিগ শেষ করার পর থেকেই আমার মনে হচ্ছিলো আমি আত্মবিশ্বাসী। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত আছি। এটা খুব ভালো হয়েছে যে আফগানিস্তানের সঙ্গে সুযোগ পেয়েছি এবং শুরুটা ভালো হয়েছে বলে আন্তর্জাতিক ম্যাচের জন্য আত্মবিশ্বাস আগের চেয়ে বেড়েছে। ’
আফগানিস্তান সিরিজ শেষ। ইংল্যান্ড সিরিজে চোখ এখন মোসাদ্দেকের। ইংল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দিতাপূর্ন ক্রিকেট হবে বলে আশা করছেন এ তরুণ, ‘আসলে ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছি আমি। ইংল্যান্ড আফগানিস্তানের চেয়ে অনেক ভালো দল। আমাদের সঙ্গে অনেক প্রতিদ্বন্দিতাপূর্ন খেলা হবে। আমরা আশা করছি যে আমরা যেহেতু ছয়টি সিরিজ টানা জিতেছি, সুতরাং এই সিরিজও জয়ের লক্ষ্যেই নামবো। ’
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৩ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস