ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ সৌম্য

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ সৌম্য সৌম্য সরকার-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফতুল্লা থেকে: ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ হলেও নিজেকে ফিরে পাবার দারুণ এক মঞ্চ ছিল সৌম্য সরকারের সামনে। বিসিবি একাদশে তাকে রাখা মূলত সে কারণেই।

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থ সৌম্য এ ম্যাচেও রানখরা কাটিয়ে উঠতে পারলেন না। বিসিবি একাদশের এ ওপেনার আউট হলেন মাত্র ৭ রান করে।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ইংলিশ পেসার ক্রিস ওকসকে বাউন্ডারি মেরে ইনিংসের সূচনা করে ভালো কিছুরই ইঙ্গিত দেন সৌম্য। ওই ওভারের প্রথম বলে ইমরুল কায়েস চার মেরে বিসিবি একাদশের ইনিংসের গোড়াপত্তন করেন।

ওকসের তৃতীয় ওভারের শেষ বলে পা বলের কাছে না নিয়ে অনেকটা দূর থেকে লাফিয়ে ওঠা বলটিকে কাট করতে গিয়ে উইকেটের পেছনে সৌম্য সরকার ক্যাচ তুলে দেন। ভুলের মাশুল দিয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়েন এ ব্যাটসম্যান।

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে সৌম্য করেন মাত্র ৩১ রান (০, ২০, ১১)। কেবল গত সিরিজটিতেই নয়; এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যায়নি সৌম্যর স্বাভাবিক ব্যাটিং।   

অথচ, সৌম্যর আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা ছিল দুর্দান্ত। গেল বছরের জুলাইয়ে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ওপেনার তামিম ইকবালের যোগ্য সঙ্গী হিসেবে নিজেকে প্রমাণ করেন। ওই সিরিজের শেষ দুটি ম্যাচে খেলেন অপরাজিত ৮৮ ও ৯০ রানের ইনিংস। হারানো ফর্মে কবে ফিরবেন সৌম্য?

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।