ঢাকা: দুবাই টেস্টে (১৩-১৭ অক্টোবর) ত্রিপল সেঞ্চুরিয়ান আজহার আলী ও এক ইনিংসেই আট উইকেট নিয়ে চোখ ধাঁধানো পারফরম্যান্স উপহার দেন দেবেন্দ্র বিশু। টেস্ট র্যাংকিংয়েও এর প্রভাব স্পষ্ট।
ডে-নাইট টেস্টের প্রথম ইনিংসে ৩০২ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা আজহার। ইনিংস ঘোষণা করার আগে পাকিস্তান পায় তিন উইকেটে ৫৭৯ রানের বিশাল সংগ্রহ। তবে বিশুর লেগস্পিন ভেল্কিতে ১২৩ রানেই গুটিয়ে যায় মিসবাহদের দ্বিতীয় ইনিংস। একাই তুলে নেন আটটি উইকেট। ম্যাচেও যোগ হয় বাড়তি উত্তেজনা। শেষ পর্যন্ত ৫৬ রানের জয়ে নিজেদের ক্রিকেট ইতিহাসের ৪০০তম ম্যাচটি স্মরণীয় করে রাখে টিম পাকিস্তান।
পাঁচ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠে এসেছেন আজহার। অন্যদিকে, প্রথম ইনিংসে ৮৭ রানের পর দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে নেন ড্যারেন ব্রাভো। এতেই আট ধাপ টপকে পাকিস্তানের সরফরাজ আহমেদের সঙ্গে যৌথভাবে শীর্ষ ২০-এ ফিরেছেন তিনি।
৭৬ ও ৪ রান করে আউট হওয়া মারলন স্যামুয়েলস পাঁচ ধাপ এগিয়ে ৪০তম অবস্থানে। পাকিস্তান ওপেনার সামি আসলাম (৯০ ও ৪৪) এক লাফে ১৯ ধাপ পার হয়ে মার্টিন গাপটিলের সঙ্গে ৫৮তম স্থান ভাগাভাগি করছেন।
দুই ইনিংসে দশ উইকেট দখল করা বিশু বোলারদের মধ্যে ১১ ধাপ এগিয়ে ৩০ নম্বরে নাম লিখিয়েছেন। এ সিরিজে ক্যারিবীয়দের মধ্যে বিশুই সর্বোচ্চ র্যাংকধারী বোলার। এর পরেই আছেন যথাক্রমে শ্যানন গ্যাব্রিয়েল (৪৮) ও অধিনায়ক জেসন হোল্ডার (৬১)।
তিনটি উইকেট নিয়ে পাকিস্তানের ওয়াহাব রিয়াজও ক্যারিয়ার সর্বোচ্চ র্যাংকিং ছুঁয়েছেন। তিন ধাপ উন্নতিতে পা রেখেছেন ২৬-এ। সমান তিনটি উইকেট নেওয়া তার পেস সঙ্গী মোহাম্মদ আমির চার ধাপ এগিয়ে ৬০তম স্থানে অবস্থান করছেন। নিজের ১৭তম টেস্টে সাত উইকেট নিয়ে একশ’ উইকেটের ক্লাবে প্রবেশ করা লেগস্পিনার ইয়াসির শাহর ছয় নম্বর পজিশন অপরিবর্তিত।
টেস্টের সেরা দশ ব্যাটসম্যান:
১। স্টিভেন স্মিথ (৯০৬ পয়েন্ট)
২। জো রুট (৮৭৮)
৩। হাশিম আমলা (৮৪৭)
৪। কেন উইলিয়ামসন (+১, ৮৪১)
৫। ইউনিস খান (-১, ৮৩৭)
৬। অাজিঙ্কা রাহানে (৮২৫)
৭। অ্যাডাম ভোজেস (৮০২)
৮। এবি ডি ভিলিয়ার্স (৮০২)
৯। ডেভিড ওয়ার্নার (৭৭২)
১০। অ্যালিস্টার কুক (৭৭০)
সেরা দশ বোলার:
১। রবিচন্দ্রন অশ্বিন (৯০০)
২। ডেল স্টেইন (৮৭৮)
৩। জেমস অ্যান্ডারসন (৮৭০)
৪। স্টুয়ার্ট ব্রড (৮৩৬)
৫। রঙ্গনা হেরাথ (৮৩১)
৬। ইয়াসির শাহ (৮০৯)
৭। রবিন্দ্র জাদেজা (৮০৫)
৮। মিচেল স্টার্ক (৭৯২)
৯। নিল ওয়াগনার (৭৩১)
১০। ভারনন ফিল্যান্ডার (৭২৩)
অলরাউন্ডার:
১। রবিচন্দ্রন অশ্বিন (৪৫১)
২। সাকিব আল হাসান (৩৮৪)
৩। রবিন্দ্র জাদেজা (২৯২)
৪। মঈন আলী (২৯২)
৫। মিচেল স্টার্ক (২৭৯)
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এমআরএম