জহুর আহম্মেদ চৌধূুরী স্টেডিয়াম থেকে: বাংলাদেশের শেষের কয়েকটি টেস্টে উইকেটের পেছনে দাঁড়াতে দেখা যায়নি অধিনায়ক মুশফিকুর রহিমকে। তার বদলে উইকেট সামলানোর দায়িত্ব পালন করেন লিটন দাশ।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) থেকে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে হওয়া প্রথম টেস্টের দলে নতুন উইকেটরক্ষক হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে নুরুল হাসান সোহানকে। তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে টেস্টে কি মুশফিককে আর কিপিং করতে দেখা যাবে না?
ম্যাচ শুরুর আগে সর্বশেষ অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই প্রশ্নের মুখোমুখি হলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। তবে বেশ আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন তিনি টেস্টেও উইকেটের পেছনে দাঁড়াতে চান আগের মতোই।
মুশফিক বলেন, ‘আমার আঙ্গুলে ব্যথা ছিল। ফলে শেষের কয়েকটি টেস্টে কিপিং করিনি। কারণ, ব্যথার কারণে দীর্ঘসময় কিপিং করা সম্ভব নয়। আমি এখন পুরোপুরি ফিট। কিপিং করতে আমার কোনো সমস্যা নেই। তাই টিম ম্যানেজমেন্ট যদি মনে করে আমি কিপিং করলে দলের ভালো হবে, তাহলে আমার সমস্যা নেই। আবার যদি মনে করে কিপিং না করলে দলের ভালো হবে তাহলে তো আরো ভালো। ’
কিপিংয়ের কারণে ব্যাটিংয়ের কোনো সমস্যা হয় না উল্লেখ করে মুশফিক আরও বলেন, ‘আমি কিপিং করে ২০০ রানও করেছি আবার শূন্য রানও করেছি। তাই কিপিংয়ের কারণে যে ব্যাটিংয়ে সমস্যা হবে তা আমি মানি না। ’
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, অক্টোবর ১৯,২০১৬
টিএইচ/টিসি/এমআরএম