ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আবেগী মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
আবেগী মুশফিক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সাংবাদিকদের কাছে তার পরিচয় ছিল মিডিয়াবান্ধব ক্রিকেটার। তার সংবাদ সম্মেলন বেশ উপভোগও করতেন সবাই।

সেই মুশফিক বেশ কিছুদিন ধরেই এড়িয়ে চলছেন সংবাদমাধ্যমকে-এমনটাই অভিযোগ অনেকের।

বুধবার (১৮ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিকের মিডিয়াবান্ধবের সেই সব স্মৃতিকথা তুলে ধরে এক জ্যৈষ্ঠ সাংবাদিক তার কাছে জানতে চাইলেন, ‘আপনার মিডিয়াকে এড়িয়ে চলার কারণ কী শুধু ক্রিকেটীয় মনোযোগ বাড়াতে, নাকি অন্য কোনো ব্যক্তিগত কারণ আছে?’
 
এমন প্রশ্নে একটু যেনো আবেগতাড়িতই হয়ে গেলেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক। তবে দ্রুতই নিজেকে সামলে নিয়ে বললেন, ‘হয়তো প্রায় ১৫ মাস ধরে টেস্ট ছিল না বলে আপনাদের সামনে আসা হয় নি এতদিন। ’
 
এর মধ্যে আরেকজন যখন জানতে চাইলেন মাঝখানের এই সময়টাতে এড়িয়ে চলার কারণ কি ছিল? এমন প্রশ্নে খোলস ছেড়ে বেরোলেন  মুশফিক। বলতে লাগলেন, ‘অন্য কোনো কারণ ছিলো না। তবে ক্রিকেটীয় মনোযোগ বাড়াতেই সবকিছু থেকে দূরে ছিলাম। আমার জবের প্রতি দায়িত্ব বাড়াতে অন্যদিকে সময় না দিয়ে শুধু ক্রিকেটেই মনোযোগ দিতে চেয়েছি। কারণ অনেক সময় আমি ক্রিকেটে যা চেয়েছি তা হয়নি। তাই টিমের ভালোর জন্য, নিজের ভালোর জন্য নিয়মিত অনুশীলন করে শুধু ক্রিকেটেই মনোযোগী ছিলাম। ’
 
সামনে দুটি টেস্ট, এরপর নিউজিল্যান্ড সিরিজ। মুশফিককে আগামীতে বেশ কয়েকদিন নিয়মিত আসতে হবে গণমাধ্যমের সামনে। তাই তার কাছে জানতে চাওয়া হয়, ‘সামনে তো নিয়মিত গণমাধ্যমের সামনে আসতে হবে, এতে আপনার মনোযোগে প্রভাব ফেলবে না তো?’
 
জবাবে মুশফিক বলেন, ‘না প্রভাব ফেলবে না। এটি নিজের ওপর নির্ভর করে। ’ মুখে হাসি ধরে রেখে মুশফিক বলতে থাকেন, ‘তবে আপনারা (সাংবাদিকরা) যদি ভালো ভালো প্রশ্ন করেন তাহলে প্রভাব পড়বে না, যদি ‘উল্টাপাল্টা’ প্রশ্ন করেন তাহলে হয়তো পড়বে। আপনারা ভালো ভালো প্রশ্ন করবেন। আমিও ভালো ভালো উত্তর দেব। আপনারা আমাকে এতটুকু হেল্প তো করতে পারেন। ’
 
সংবাদ সম্মেলনে তখন হাসির রোল। মুশফিকও হেসে চলেছেন। টেস্ট ম্যাচ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে যেনো রাঙিয়ে দিয়ে গেলেন মুশফিক। এমন চওড়া হাসি আসন্ন টেস্ট সিরিজ শেষেও ধরে রাখতে পারবেন মুশফিক-সে প্রত্যাশা সবার।  
 
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
টিএইচ/টিসি/এসকে

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।