ঢাকা: বাংলাদেশ সফর শেষেই ভারতে উড়াল দেবে ইংল্যান্ড দল। প্রথমেই থাকছে চার ম্যাচের টেস্ট সিরিজ।
রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা ও পেসার মোহাম্মদ শামিকে আবারো বিশ্রামে রেখেছে ভারত। কিউইদের বিপক্ষে বাকি দুই ওয়ানডের জন্য অপরিবর্তিত ১৪ সদস্যের স্কোয়াডই ঘোষণা করা হয়েছে। টেস্টে ২০১৬-১৭ মৌসুমে ব্যস্ত হোম সিজনের কথা মাথায় রেখে প্রথম তিন ওয়ানডের দলেও রাখা হয়নি তাদের।
অসুস্থতাজনিত কারণে পূর্ণ ফিটনেস ঘাটতিতে দলে জায়গা হয়নি সুরেশ রায়নার। এর আগে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ওয়ানডে স্কোয়াডে ফিরলেও প্রথম তিন ম্যাচের একটিতেও খেলতে পারেননি।
ব্ল্যাক ক্যাপসদের তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ (৩-০) করার পেছনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অশ্বিন, জাদেজা ও শামি। তিনজন বোলিং করেন যথাক্রমে ১৪৬.৩, ১৪৪ ও ৭৫.১ ওভার। সিরিজ সেরার পুরস্কার ওঠে ২৭টি উইকেট শিকারি অশ্বিনের হাতে।
নভেম্বর-ডিসেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলবেন কোহলিরা। ২০১৭ সালের ফেব্রুয়ারি-মার্চে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ফেব্রুয়ারিতেই প্রথমবারের মতো একটি টেস্ট খেলতে ভারতে পা রাখবে বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে ভারত। বুধবার (২৬ ডিসেম্বর) রাঁচিতে বাংলাদেশ সময় দুপুর ২টায় চতুর্থ ওডিআইতে মুখোমুখি হবে দু’দল।
ভারত স্কোয়াড (শেষ দুই ওয়ানডে): মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, অজিঙ্কা রাহানে, বিরাট কোহলি, মানিশ পান্ডে, হার্দিক পান্ডে, আক্সার প্যাটেল, জয়ন্ত যাদব, অমিত মিশ্র, জাসপ্রিত বুমরাহ, ধাওয়াল কুলকার্নি, উমেশ যাদব, মান্দীপ সিং, কেদার যাদব।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমআরএম