ঢাকা: আবুধাবি টেস্টের শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের সামনে আরো ২৮৫ রানের লক্ষ্য। এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিতে পাকিস্তানের চাই ছয়টি উইকেট।
স্কোর: পাকিস্তান - ৪৫২ ও ২২৭/২ ডিক্লে.
ওয়েস্ট ইন্ডিজ - ২২৪ ও ১৭১/৪ (৬২ ওভার)
পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২৮ রানেই লিওন জনসনের (৯) উইকেট হারায় ও. ইন্ডিজ। ৩৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন ড্যারেন ব্রাভো (১৩)। অভিজ্ঞ মারলন স্যামুয়েলসও (২৩) দলের হাল ধরতে ব্যর্থ হন। অারেক ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট ৬৭ রান করে আউট হন।
৪৭ রানে অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেন জারমেইন ব্ল্যাকউড ও রোস্টন চেজ। ব্ল্যাকউড ৪১ ও চেজ ১৭ রানে অপরাজিত। লেগস্পিনার ইয়াসির শাহ দু’টি ও একটি করে উইকেট নেন রাহাত আলী ও মোহাম্মদ নওয়াজ।
এর আগে দুই উইকেট হারিয়ে ২২৭ রানে সোমবার (২৪ অক্টোবর) নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে পাকিস্তান। আসাদ শফিক ৫৮ ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ইউনিস খান ২৯ রানে অপরাজিত থাকেন। আগের দিনই দুই ওপেনার সামি আসলাম (৫০) ও আজহার আলী (৭৯) অর্ধশতক তুলে নেন। উইকেট দু’টি নেন শ্যানন গ্যাব্রিয়েল ও মিগুয়েল কামিন্স।
সিরিজ হার এড়াতে ক্যারিবীয়দের ড্র কিংবা জয়ের বিকল্প নেই। দুবাই টেস্টে আজহার আলীর ত্রিপল সেঞ্চুরির সুবাদে ৫৬ রানের জয় পেয়েছিল দক্ষিণ এশিয়ার ক্রিকেট পরাশক্তিরা।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এমআরএম