ঢাকা: ইংল্যান্ডের আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকবেন দলটির হেড কোচ ট্রেভর বেইলিস। আগামী বছর অনুষ্ঠিত এ সিরিজে বেইলিসের পরিবর্তে কোচের ভূমিকায় দেখা যাবে সহকারী কোচ পল ফারব্রেসকে।
ইংলিশদের ক্যারিবীয় সফরটি যদিও ছোট একটি ট্রিপ। ফেব্রুয়ারির শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে ১০ মার্চ দেশে ফেরত যাবে দলটি। কোচের বিশ্রামে যাওয়ার ব্যাপারটি ইতোমধ্যে মেনে নিয়েছে ইসিবি। এ সময় নিজ দেশ অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে সময় কাটাবেন বেইলিস।
ইংল্যান্ড বর্তমানে বাংলাদেশ সফর করছে। পরে দলটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে যাবে। যেখানে তারা পাঁচটি টেস্ট, তিনটি ওয়ানডে ও সমান টি-২০ খেলবে।
এদিকে আগামী ২০১৭ সালে ইংল্যান্ড নিজেদের ক্রিকেট ইতিহাসে ঘরের মাঠে সবচেয়ে লম্বা সময় আন্তর্জাতিক ম্যাচ খেলবে। যা ৫ মে থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ানডে দিয়ে শুরু হবে। পরে জুনে চ্যাম্পিয়নস ট্রফির পর দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ২৫ অক্টোবর, ২১৬০
এমএমএস